Breaking News

সূচকাণ্ডে শিশুকন্যাকে খুনের দায়ে মা ও প্রেমিক-কে ফাঁসির সাজা পুরুলিয়ার ফাস্ট ট্র্যাক আদালতের!

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া :- পুরুলিয়ায় সূচকাণ্ডে মেয়েকে খুনের দায়ে মা এবং তার ‘প্রেমিককে’ মৃত্যুদণ্ড দিল আদালত | মঙ্গলবার পুরুলিয়া আদালতে শাস্তি ঘোষণা করা হয় | সেই রায়ের পর মা মঙ্গলা গোস্বামী দাবি করেন, তিনি নির্দোষ | তাঁর ‘প্রেমিক’ সনাতন গোস্বামী ঠাকুর অবশ্য আগাগোড়াই নির্লিপ্ত ছিলেন | ষড়যন্ত্র করে সূচ ফুটিয়ে শিশুকন্যাকে হত্যার মামলায় শনিবারই পুরুলিয়ার একটি ফাস্ট ট্র্যাক আদালত দু’জনকে দোষী সাব্যস্ত করে | গত সোমবার এই মামলার রায়দান স্থগিত ছিল | আজ অর্থাৎ মঙ্গলবার এই মামলায় মৃত সন্তানের মা অর্থাৎ মঙ্গলা গোস্বামী এবং তার প্রেমিক সনাতন গোস্বামী ঠাকুরকে আদালত ফাঁসির নির্দেশ দিয়েছে | ঘটনার সূত্রপাত ২০১৭ সালের ১১ জুলাই | আচমকাই নিজের অসুস্থ শিশুকে নিয়ে পুরুলিয়ার সদর হাসপাতালে ভর্তি করতে যান তাঁর মা মঙ্গলা গোস্বামী | শিশুটি সাড়ে তিনবছরের মেয়ের জ্বর ও সর্দি-কাশির উপসর্গ ছিল যা কিছুতেই ভালো হচ্ছিল | চিকিৎসকেরা হাসপাতালে ভর্তি করতে দেখতে পান, শিশুটির গায়ে একাধিক ক্ষত ও আঁচড়ের দাগ রয়েছে | এছাড়াও শিশু কন্যাটির শরীরের নিম্নাগে রক্তের দাগ | এই অবস্থা দেখে শিশুটির চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসকেরা | তারপরেই এক্স রে করে দেখা যায় সাড়ে তিনবছরের শিশুটির গায়ে বিঁধে রয়েছে ছ-টি সূচ | চিকিৎসকেরা তখনই প্রশ্ন করেন কীভাবে এই ঘটনা ঘটেছে? উত্তর দিতে পারেনি মঙ্গলা | তারপরেই শুরু হয়েছিল এই ঘটনার তদন্ত | যার আজ রায় দিল ফাস্ট ট্র্যাক আদালত | আজ আদালতে রায়দানের সময় ফাঁসির রায় শুনে আগাগোড়া নীরব ছিল সনাতন | যদিও মঙ্গলা বারবার জানিয়েছে, সে নির্দোষ | যদিও আজ মঙ্গলার কোনও কথাই শোনেননি বিচারপতি | সোমবার রায়দান স্থগিত হয়ে গিয়েছিল| রায়দানের ঠিক আগের মুহূর্তে সরকারি আইনজীবী বিচারকের কাছে দাবি জানিয়েছিলেন, সংশ্লিষ্ট আইনের ধারাগুলি খতিয়ে দেখে যেন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় | শেষপর্যন্ত মঙ্গলবার সাজা ঘোষণা করা হয় | দু’জনকেই ফাঁসির সাজা দিয়েছে আদালত |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *