নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা :- জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফের মৃত্যু,এইবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগণার টিটাগড়ে | তিনদিনের বৃষ্টিতে জলমগ্ন টিটাগড়ের একাধিক এলাকা | সেই জলেই পড়েছিল বিদ্যুতের ছেঁড়া তার | আর সেই তারে পা পড়তেই মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার | মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে টিটাগড় থানার মোহনপুর উত্তরপাড়া এলাকায়| মৃত কিশোরের নাম হীরালাল রায় (১৫)| সে শিউলি গোসাইপাড়ার বাসিন্দা | শান্তিনগর হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র | জানা গিয়েছে, তার দিদিকে কোচিংয়ে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিল হীরালাল | রাস্তাতেই জলের উপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল | রাস্তায় জমা জলে পা পড়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই ছাত্র | দেহটি বেশ কিছুক্ষণ সেখানে পড়েছিল | পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন টিটাগড় থানার পুলিশ এবং বিদ্যুৎ কর্মীরা | তাকে উদ্ধার করে ডক্টর বিএন বোস মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে| এদিকে টানা বৃষ্টিতে জলমগ্ন পানিহাটি রাজ্য সদর হাসপাতাল| জমা জলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চরম বিপাকে রোগী ও চিকিৎসক-সহ কর্মীরা | এ প্রসঙ্গে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন, “ঘটনা খুবই দুঃখজনক | সেই সঙ্গে তিনি এলাকার সমস্ত বিদ্যুতের তারগুলিকে কেবলে মুড়ে দেওয়ার জন্য বিদ্যুৎ দফতরের সঙ্গে কথা বলব |”