দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- গত রবিবার গভীর রাত থেকে সোমবার সারাদিনের টানা বৃষ্টিতে জলের তলায় কলকাতার একাধিক অংশ | এর মাঝে পূর্ণিমার ভরা কোটাল থাকায় আজও গঙ্গার লকগেট সকালে বন্ধ রেখেছিল পুরসভা | যার জন্য শহরের একাধিক জায়গায় জল নামতে দেরী হয়েছে | আর এই জমা জলের কারণেই সভা বাতিল করতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের | মঙ্গলবার পূর্ব ঘোষণা মত একবালপুরের ইব্রাহিম রোডে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল | কিন্তু বর্ষার অতিবৃষ্টিতে, কলকাতার একবালপুর, মোমিনপুর, খিদিরপুরে বিভিন্ন এলাকায় জল রয়েছে | মঙ্গলবার দুপুর পর্যন্ত জল বের করা যায়নি| তাই আজকের এই সভা বাতিল করতে হয়েছে তৃণমূল নেত্রীকে | মুখ্যমন্ত্রীর সভার জন্য এদিন সকাল থেকে তৎপরতা ছিল তুঙ্গে | সভার বিষয়ে সকাল থেকে পরিস্থিতি দেখতে গিয়েছেন ফিরহাদ হাকিম | কিন্তু গঙ্গার জলস্তরের কথা মাথায় রেখেই খোলা হয়নি লকগেট ও নামেনি রাস্তার জল | তাই বাধ্য হয়েই বাতিল হয়েছে আজকের সভা | তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ভবানীপুরের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আগামিকাল অর্থাৎ বুধবার অনুষ্ঠিত হবে নির্ধারিত জায়গাতেই | আশা করা যাচ্ছে আজ রাতে আর বৃষ্টি না হলে ওই এলাকার জল নেমে যাবে | আগামিকাল ওই এলাকায় সভা করেই মুখ্যমন্ত্রী বুধবারের নির্ধারিত চেতলার নির্বাচনী সভায় হাজির হবেন | এই সভা বাতিলের ঘটনাকে কটাক্ষ করেছেন বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার | তিনি বলেন, ‘আজ ভেনিসে মমতা বন্দোপাধ্যায়ের প্রচার করা হল না | আমরা অনুরোধ করব রাজ্য সরকারের তরফে দুয়ারে নৌকা প্রকল্প চালু করা হোক |’