Breaking News

চন্দননগরে গ্রাহক সেজে স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি,পাকড়াও ৩ দুষ্কৃতী,তদন্তে পুলিশ!

প্রসেনজিৎ ধর, হুগলি :-দিনেদুপুরে দুঃসাহসিক ডাকাতির চেষ্টা হুগলির চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে |পুলিশের সঙ্গে রীতিমতো গুলির লড়াই ডাকাত দলের | মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে একটি স্বর্ণঋণ সংস্থার দফতরে| রিভলভারের বাট দিয়ে কর্মীদের বেধড়ক মারধরের পর গুলি চালাতে চালাতে পালিয়ে যাওয়ার অভিযোগ | জানা গিয়েছে, ওই এলাকার একটি বিল্ডিং-এর দোতলায় রয়েছে স্বর্ণঋণ সংস্থার অফিসটি | অভিযোগ, এদিন বেশ কয়েক জনের একটি ডাকাত দল অফিসে গ্রাহক সেজে ঢোকে||আচমকাই নিরাপত্তারক্ষীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে শুরু করে লুঠপাট | সেই সময় সংস্থার কোনও এক কর্মী সাইরেন বাজিয়ে দিতেই নিরাপত্তারক্ষী এবং অন্য এক কর্মীকে বেধড়ক মারধর শুরু করে ডাকাত দল | সংস্থার কর্মী রণজয় মুখোপাধ্যায় বলেন, বন্দুকের বাঁট দিয়ে আমাকে মেরেছে | একবার নয় দু-তিনবার গুলি ছোড়ে |তবে গুলি ব্রাঞ্চে করেনি, বাইরে করে | সংস্থার নিরাপত্তারক্ষী বিষ্ণুপ্রিয় রায় বলেন, পিস্তল দেখিয়ে মারতে মারতে ভিতরে ঢুকে সবাইকে বেধড়ক মারে |

সবার হাতে অস্ত্র ছিল | ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পদস্থ কর্তারা | গাড়ি থামিয়ে শুরু হয় তল্লাশি | পালানোর সময় চন্দননগর ও চুঁচুড়া থেকে ৩ দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশ | দুষ্কৃতীরা যাতে জলপথ দিয়ে পালাতে না পারে, তার জন্য মগরা থেকে রিষড়া পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ করে চলে তল্লাশি|
পুলিশ সূত্রে জানা গেছে, চারটি বাইক ও একটি মারুতি গাড়ি নিয়ে অপারেশনে আসে হামলাকারীরা| তাড়াহুড়ো করে পালানোর সময় দু’টি বাইক ও একটি মারুতি ফেলে যায় তারা| লক্ষ্মীগঞ্জ বাজারের মতো জনবহুল এলাকায় এই ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা | তদন্তে নেমে গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *