নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ফের কলকাতায় সিমবক্স প্রতারণা| কসবায় তল্লাশি চালিয়ে একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স | উদ্ধার হয় ৩টি সিমবক্স, প্রচুর সিমকার্ড, রাউটার, সিপিইউ, মিডিয়া কনভার্টার| মঙ্গলবার কসবার সুইনহো লেনে তল্লাশি চালায় কলকাতা পুলিশের এসটিএফ | অমিত গুপ্ত নামে একজনকে গ্রেফতার করে পুলিশ | এর আগে রাজ্যের বেশ কয়েকটি জেলা থেকে উদ্ধার হয় প্রচুর সিমবক্স | রাজ্য জুড়েই সিমবক্স প্রতারণার জাল পাতা হয়েছে বলে পুলিশের অনুমান |ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৯, ৪২০, ৪৬৫, ৪৬৮, ৪৭১ এবং ১২০ বি ধারায় মামলা রুজু হয়েছে | ধৃত বড়সড় কোনও চক্রের সঙ্গে যুক্ত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে |
নিছকই সাইবার প্রতারণার ছক? নাকি, কোটি কোটি টাকা প্রতারণা করে তা বিদেশি কোনও জঙ্গি সংগঠনের তহবিলে পাঠানোর পরিকল্পনা ছিল অভিযুক্তদের?জেলায় জেলায় সিম বক্স ব্যবহার করে এত বড় প্রতারণার জাল বেচানোর পিছনে কি জঙ্গি যোগ রয়েছে?ধৃতদের জেরা করে তাই এখন জানার চেষ্টা করছে এসটিএফ | এর আগে উত্তর ২৪ পরগণার বনগাঁয় পেট্রাপোলের কাছে জয়ন্তীপুর থেকে সিমবক্স কাণ্ডে দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ | ধৃতদের থেকে উদ্ধার হয়েছে প্রচুর অ্যাক্টিভেটেড সিম কার্ড, যোগাযোগের অত্যাধুনিক সরঞ্জাম | তবে কেন রাজ্যজুড়ে এভাবে সিম বক্স ব্যবহার করে প্রতারণার জাল বিছিয়েছিল অভিযুক্তরা, তা নিয়ে চিন্তায় গোয়েন্দারা |