Breaking News

‘আইন মেনেই নারদ চার্জশিট’,বিধানসভায় হাজিরা এড়াল ইডি-সিবিআইয়ের প্রতিনিধিরা,হাজিরা না দিয়ে স্পিকারকে ফের চিঠি ইডির!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে ইডি ও সিবিআই | রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও চার্জশিট জমা দিয়েছে ওই দুই কেন্দ্রীয় সংস্থা | কিন্তু সেই চার্জশিট জমা দেওয়ার ক্ষেত্রে রাজ্য বিধানসভার স্পিকারের কোনও অনুমতি নেয়নি ওই দুই কেন্দ্রীয় সংস্থা| সেই কারণেই বুধবার রাজ্য বিধানসভায় দুই কেন্দ্রীয় সংস্থার দুই শীর্ষ কর্তাকে তলব করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় | কিন্তু এদিন সেই হাজিরা এড়িয়ে গেল দুই কেন্দ্রীয় সংস্থার দুই শীর্ষ কর্তা | পরিবর্তে ইডির তরফে চিঠি দেওয়া হয়েছে বিধানসভার সচিবালয়ে আর সিবিআই ইমেল করেছে সরাসরি স্পিকারকে |কিন্তু তার আগেই মঙ্গলবার তাঁরা আইন মেনেই চার্জশিট দিয়েছেন বলে ইডির তরফে জানান হয় | ইডির তরফে একটি চিঠি লিখে স্পিকারকে বলা হয়, তাঁরা আইন মেনেই রাজ্যের দুই মন্ত্রী এবং এক বিধায়কের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন | এতে কোনও নিয়মভঙ্গ হয়নি | বিধানসভাকে অসম্মানও করা হয়নি | ইডির সেই ব্যাখ্যা মেনে নেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় | তিনি পাল্টা ইডিকে চিঠি দিয়ে জানান, আজ অর্থাৎ বুধবার তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ডিএসপি সত্যেন্দ্র সিং ও ইডির আধিকারিক রথীন বিশ্বাসকে হাজিরা দিতেই হবে | কিন্তু আজ ইডির আধিকারিকরা স্পিকারের সঙ্গে দেখা করেননি | বরং ইডির তরফে এক আধিকারিক বিধানসভার সচিবকে তাঁদের বক্তব্য চিঠির আকারে লিখে জানিয়ে দিয়েছেন | ইডি আধিকারিদের বক্তব্য, তাঁরা স্পিকারের কাছে হাজিরা দিতে বাধ্য নন | কারণ, বিধানসভার এভাবে তদন্তকারী আধিকারিকদের তলব করার এক্তিয়ারই নেই স্পিকারের | এই চিঠি পাওয়ার পরই বিধানসভায় সচিব এবং স্পিকার বৈঠকে বসেছেন | সূত্রের খবর, শুধু ইডি নয়, সিবিআইয়ের কোনও প্রতিনিধিও আজ বিধানসভায় হাজিরা দেননি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *