Breaking News

ভাল লোকেদের এ দলে থাকার পরিবেশ নেই, দলীয় পদ ছেড়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল

প্রসেনজিৎ ধর :- “তৃণমূলে একটা চক্র কাজ করছে, যাতে ভাল লোক দলে থাকতে না পারে।” এমনই বিস্ফোরক মন্তব্য করে তৃণমূলের কোর কমিটি ও জেলা মুখপাত্রর পদ থেকে ইস্তফা দিলেন হুগলির উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল | মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এ ঘোষণা করে অভিমানী প্রবীর ঘোষাল বলেন, “ভেবেছিলাম বিধায়ক পদও ছেড়ে দেবো। কিন্তু মানুষের কথা ভেবে টা ছাড়ছি না |” এদিন তিনি দলের প্রতি ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও বলেন,” মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছি এই সব কথা | উনি বলেছেন অন্য আসনে দাঁড়াতে।| আমি এখানের ভূমিপুত্র | অন্য কোথাও দাঁড়াব না।” প্রবীরের স্পষ্ট অভিযোগ, দলের অন্দরে মুখ্যমন্ত্রীর নির্দেশ ও মানা হচ্ছে না | পাশাপাশি এদিন দলত্যাগী শুভেন্দু অধিকারী ও মন্ত্রিত্বত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়কেও দরাজ সার্টিফিকেট দিয়েছেন তিনি | প্রাক্তন বনমন্ত্রীকে নিয়ে তাঁর বক্তব্য, “রাজীব ভাল ছেলে। ভাল কাজ করেছে। এই ভাল লোকেরা দলে থাকতে পারছেন না।” অন্যদিকে শুভেন্দুকে নিয়ে তিনি বলেন, “শুভেন্দু অধিকারী বড় সংগঠক। মমতার পর ওই তো গ্রহণযোগ্য।” এমনকি, বৈশালী ডালমিয়ার বহিষ্কার নিয়েও দলের ভূমিকাকেই কাঠগড়ায় তুলেছেন | তবে যতই ক্ষোভ থাকুক না কেন তিনি যে এখন দল ছাড়ছেন না সেটাও এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিক্ষুপ্ত প্রবীর ঘোষাল|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *