নিজস্ব সংবাদদাতা :- ভোটের আগেই বাংলার একাধিক জায়গায় ঘটে চলেছে একাধিক অশান্তির ঘটনা। কখনো বিরোধী দলের সাথে সংঘর্ষ তো কখনো গোষ্ঠী কোন্দল। এবার খোদ তৃণমূল নেতার বিরুদ্ধেই উঠল দুর্নীতির অভিযোগ। এমনকি এই ঘটনায় গ্রামবাসীরা এতোটাই ক্ষুব্ধ হয়ে ওঠেন যে অভিযুক্ত তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি এবং ভাঙচুর চালায়। ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শাসনের দাদপুর এলাকায়। এমনকি ঘটনাস্থল থেকে পুলিস তাজা বোমা উদ্ধার করেছে। প্রসঙ্গত, গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দুর্নীতির সঙ্গে যুক্ত আসের আলি। শাসনের দাদপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের বারাসত ২-নম্বর ব্লকের পূর্ত কর্মধ্যক্ষ আসের আলির বাড়ি। কিন্তু দিনের পর দিন সে খারাপ কাজ করে বেড়াচ্ছে। একদিকে আমফানের টাকা দুর্নীতি, অন্যদিকে গ্রামের লোকদের ভয় দেখিয়ে টাকা নেওয়া এসবকিছুই করে বেড়াতেন তিনি। একাধিক বার পঞ্চায়েতে সভা ডেকে তাঁকে সাবধান করাও হয়েছিল। এতোকিছুর পরেও সমস্যার সমাধান হয়নি, অবশেষে এদিন প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে পড়েন গ্রামের লোকেরা। তারপরেই শুরু হয়ে ভাঙচুর পর্ব।
Hindustan TV Bangla Bengali News Portal