Breaking News

দুর্গাপুজোর চাঁদা নিয়ে বচসার জের,গরম কড়াই উল্টে ফুটন্ত তেলে পুড়ল ব্যবসায়ীর শরীর!গড়িয়াহাট এলাকার ঘটনা, তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- খাস কলকাতায় ২০ হাজার টাকা চাঁদা দিতে না পারার জন্য এক কচুরি বিক্রেতাকে ফুটন্ত তেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল গড়িয়াহাট এলাকার এক পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে | দুর্গাপুজোর চাঁদা নিয়ে বচসা, সেখান থেকে ধস্তাধস্তি | আর এই বচসার জেরে কড়াই উল্টে ফুটন্ত তেল গিয়ে পড়ল কচুরি দোকানের মালিকের শরীরে| গুরুতর আহত অবস্থায় সঞ্জয় সাউ নামে ওই ব্যক্তিকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে | ঘটনার জেরে গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি | তবে তাঁরা ঘটনার তদন্ত শুরু করেছেন | ওই কচুরি ব্যবসায়ীর কোমরের নিচের অংশ এবং দুই হাত সম্পূর্ণ পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন তাঁর ভাই | জানা গিয়েছে, ওই কচুরি বিক্রেতার বালিগঞ্জ প্লেস এলাকায় একটি তেলেভাজা ও কচুরির দোকান রয়েছে | সম্প্রতি গড়িয়াহাট এলাকার একটি পুজো উদ্যোক্তা ওই ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা চায় দুর্গাপুজোর জন্য | কিন্তু কোভিড ও লকডাউনের জেরে ব্যবসায় ধাক্কা খাওয়া ওই ব্যবসায়ীর পক্ষে সম্ভব ছিল না ওই বিপুল পরিমাণ টাকা চাঁদা বাবদ দেওয়া | তবে তিনি জানিয়েছিলেন চেক মারফত তিনি ১৫ হাজার টাকা দেবেন | কিন্তু তাতে নারাজ পুজো উদ্যোক্তারা রবিবার সন্ধ্যায় ওই ব্যবসায়ীর দোকানে চড়াও হন | বিষয়টি নিয়ে প্রথমে তর্কাতর্কি ও বচসা বাঁধে | এরপর শুরু হয় ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি | অভিযোগ, এসবের মধ্যেই ধাক্কা দেওয়া হয় সঞ্জয়কে | পাশেই কচুরি তৈরির জন্য উনুনে তেল ফুটছিল | কড়াই থেকে গরম তেল পড়ে যায় ব্যবসায়ীর পিঠে | দগ্ধ হয়ে যায় পিঠের একাংশ | কোনওরকমে বেঁচে যায় মুখ ও বুকের অংশ | ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থল থেকে চম্পট দেয় চাঁদার দাবিতে আসা পুজো উদ্যোক্তারা | দক্ষিণ কলকাতার কসবার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি | সেখানে তাঁর চিকিৎসা চলছে| অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে | অভিযুক্তদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ | ঘটনার জেরে পুলিশ এখনও কাউকে গ্রেফতার না করায় এলাকার বাসিন্দারা রীতিমত ক্ষুব্ধ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *