Breaking News

আপাতত ৭৭ আসনে জট খুলল বাম-কংগ্রেস জোটে,বাকি ২১৭ এর জন্য পরবর্তী বৈঠক ২৮ জানুয়ারি

নিজস্ব সংবাদদাতা :-একুশের নির্বাচনের আগে আসন সমঝোতা এখনও চূড়ান্ত হল না বাম-কংগ্রেসের | অবশেষে ৭৭টি আসনে খুলল জোটের জট | তবে এখনও ২১৭টি আসন নিয়ে সিদ্ধান্ত ঝুলেই রইল | সোমবার বিকেলে ক্রান্তি প্রেসে জোটের আসন রফা চূড়ান্ত করতে বৈঠকে বসেন বামফ্রন্ট ও কংগ্রেসের নেতারা | প্রায় এক ঘণ্টা ৫ মিনিটের বৈঠকে সিদ্ধান্ত হয়, ২০১৬ সালের বিধানসভা ভোটে জোটে লড়াই করে জেতা কোনও আসনে পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দেবে না বামফ্রন্ট ও কংগ্রেস |

আগামী ২৮ তারিখের বৈঠকে বাকি ২১৭ আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর লক্ষ্যে আলোচনায় বসবে বাম ও কংগ্রেস|সূত্রের খবর,আসন রফায় এখন জটিল অঙ্ক হয়ে দাঁড়িয়েছে মালদহ, মুর্শিদাবাদ ও পুরুলিয়া – এই তিনটি জেলা| কারণ এই জেলাগুলিতে দুপক্ষই শক্তিশালী | ফলে সমাধানসূত্র মেলা কঠিন হচ্ছে | সূত্রের খবর, লোকসভা ভোটে যে পথে আসন সমঝোতা এগোচ্ছিল, সেই ফর্মুলার পক্ষে আলিমুদ্দিন। তাদের প্রস্তাব, যে আসনগুলিতে দ্বিতীয় বা নিকটতম প্রতিদ্বন্দ্বী যারা ছিল, তাদের সেগুলি ছেড়ে দেওয়া হোক। এর পাশাপাশি আব্বাস সিদ্দিকির সঙ্গে চলছে জোটের কথা | তাঁর দল ঢুকলে কী সমীকরণ হবে, তাও ভাবতে হচ্ছে জোটের নেতাদের | সবমিলিয়ে সমীকরণ ঠিক রেখে আসন রফা চূড়ান্ত করতে ফের বৈঠকে বসবেন বাম-কংগ্রেস নেতারা|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *