Breaking News

রায়গঞ্জে শুটআউট! পুলিশকর্মীর বাড়ির সামনে শুটআউট, মৃত ১, আহত ২, তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর :- শুটআউট রায়গঞ্জে |আচমকাই রাতের অন্ধকারে গুলি চালানোর ঘটনা ঘটল রায়গঞ্জের দেবীনগরে | দুস্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তিনজনকে | যার মধ্যে মৃত্যু হয়েছে এক মহিলার | অপর দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর চলছে চিকিৎসা | রায়গঞ্জের দেবীনগরে শুটআউটের ঘটনায় মূল অভিযুক্ত দুই বিএসএফ কর্মী | তদন্তে নেমে তাদের চিহ্নিত করেছে রায়গঞ্জ পুলিশ | এছাড়া আরও তিনজন ঘটনার সঙ্গে জড়িত | তবে মূল ৫ অভিযুক্তর প্রত্যেকেই এই মুহূর্তে ফেরার| সূত্রের খবর, সোমবার রাত ৮ টা নাগাদ দেবীনগর বাজার এলাকায় কিছু দুস্কৃতি এসে আচমকাই এলোপাথারি গুলি চালায় একটি গলির দিকে বন্দুক তাক করেই | গুলিবিদ্ধ তিনজনেই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে | মৃত মহিলার নাম দেবী সান্যাল | গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত দুই ব্যক্তির মধ্যে একজন আবার পুলিশ বলে স্থানীয়রা জানিয়েছেন | তাঁদের চিকিৎসা চলছে, এলাকাবাসীদের দাবি পাঁচটি গুলি পরপর ছোঁড়া হয় তিনজনকে লক্ষ্য করে | স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘পাড়ায় মহিলাদের ঝামেলা হচ্ছিল, সেসময় হঠাৎ করেই গুলির শব্দ শোনা যায় | এরপরেই কয়েকজন পাড়া থেকে দৌড়ে পালিয়ে যায় | ভাড়াটিয়ার সঙ্গে ঝামেলা চলছিল | তারপরেই গুলি চালানোর ঘটনা ঘটে |’ ঘটনা প্রসঙ্গে ওই ওয়ার্ডের কাউন্সিলর জানিয়েছেন, ‘খবর পেয়েই আমি ছুটে এসে দেখি, দু’জন মহিলা রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন | সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় |’এদিকে এলাকায় শান্তি স্থাপনের লক্ষ্যে এবং স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক কাটাতে রায়গঞ্জ থানার তরফে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *