Breaking News

ভবানীপুর উপনির্বাচনের উপর স্থগিতাদেশে ‘না’, কমিশনকে জরিমানা কলকাতা হাইকোর্টের!

নিজস্ব সংবাদদাতা , কলকাতা :-ভবানীপুর উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ৩০ সেপ্টেম্বরই | এই নির্বাচনের উপর কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট |পাশাপাশি মামলার প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে জরিমানা করল উচ্চ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ | নির্বাচন কমিশনকে জরিমানা করার প্রেক্ষিতে পরবর্তী শুনানি হবে ১৭ নভেম্বর |রাজ্যের মোট ৫ কেন্দ্রে উপনির্বাচনের কথা থাকলে তড়িঘড়ি শুধুমাত্র ভবানীপুরেই কেন উপনির্বাচন, এ নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি নেতৃত্ব | সেই উপনির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে | জনস্বার্থ মামলাটি করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় | আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘রাজ্যের মুখ্যসচিব উপনির্বাচনের আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন | সেই চিঠিতে সাংবিধানিক সঙ্কটের কথা উল্লেখ করা হয়েছিল | মুখ্যসচিবের এই বক্তব্যে কেন সম্মতি দেওয়া হল, আগে নির্বাচন কমিশন তার উত্তর দিক| শুধুমাত্র একটি কেন্দ্রে কেন নির্বাচন করা হবে? বাকি সব কেন্দ্রে নির্বাচন করা হবে না কেন?এদিনের রায়ে আদালত জানিয়েছে, উপনির্বাচনের আবেদন করে কমিশনকে চিঠি লিখে রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ভুল করেছেন | নির্বাচন কমিশনও তাঁর আবেদন গ্রহণ করে ভুল করেছে | তাই তাঁর ও নির্বাচন কমিশনের জরিমানা হবে কিনা তা নিয়ে আগামী ১৭ নভেম্বর শুনানি হবে | তবে ভবানীপুরে নির্দিষ্ট দিনেই ভোট হবে | সেখানে ভোট করাতে কোনও বাধা নেই | তবে সেই ভোটে যারাই হারুক না কেন তাঁরা আদালতে পিটিশন দাখিল করতে পারবে | এই প্রসঙ্গে মামলাকারীদের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, রাজ্যের মুখ্যসচিব এক জন সরকারি আধিকারিক| তাই তিনি কোনও এক জনের স্বার্থ রক্ষা করতে পারেন না | নির্বাচনের আবেদন জানিয়ে যে চিঠি দিয়েছিলেন তাতে তিনি নিজের অধিকারের সীমা লঙ্ঘন করেছেন | তিনি ভুল করেছেন | ১৭ নভেম্বর কমিশনকে জরিমানা সংক্রান্ত মামলার শুনানি হবে|’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *