নিজস্ব সংবাদদাতা :- বিজেপিতে যাচ্ছেন কি না, তা এখনও স্পষ্ট করেননি ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু তারআগেই এবার আগামী বিধানসভা নির্বাচনে ডোমজুড় কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন বলে স্পষ্ট করে দিলেন পদত্যাগী মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়৷ বেশ কয়েক দিন ধরেই দলে গুঞ্জন শুরু হয়েছিল, যে দল ছাড়তে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরে নিজেই ফেসবুক লাইভে এসে রাজীব জানায় তিনি দল ছাড়তে চান না।
অবশেষে সব জল্পনার অবসান করে গত ২১ জানুয়ারিই রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন রাজীব৷ এরপরেই বংলার রাজনীতি জুড়ে শুরু হয় জোর জল্পনা, অনেকেই মনে করছেন হয়তো তিনি শীঘ্রই এবার বিজেপিতে যোগ দেবেন। এ দিন ডোমজুড়ে প্রজাতন্ত্র দিবসের একটি অনুষ্ঠানে গিয়ে রাজীব বলেন, “ডোমজুড়ের মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক৷ আগামী দিনে ডোমজুড়ের মানুষ বুঝিয়ে দেবে কে তাঁদের পরিবারের সদস্য আর কে বাইরের লোক৷ আমি ডোমজুড়ের বাইরে বাংলার কোথাও দাঁড়াব না৷ আমি ডোমজুড়েই দাঁড়াব।”