Breaking News

‘এখন আর কৃষ্ণ নাম নিয়ে কিছু হবে না’, নন্দীগ্রামে কৃষিআইনের সমর্থনে মিছিল শেষে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

সঞ্জয় কাঁপরি, পূর্ব মেদিনীপুর :- আরও একবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী | মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসে কেন্দ্রের কৃষি আইনের সমর্থনে নন্দীগ্রামের নিমতৌড়ি থেকে শিবরামপুর একটি মিছিলে যোগ দেন তিনি | সেখানে একদিকে যখন বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে উত্তাল দিল্লি অন্যদিকে বাংলায় এই আইনের সমর্থনেই মিছিল করলেন শুভেন্দু | মিছিল শেষে সভায় যোগ দিয়ে সেখান থেকে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তিনি |

কার্যত ‘চোর’ বলে আক্রমণ নন্দীগ্রামের ভুমিপুত্রের | তিনি বলেন, “আপনারা দেখেছেন লকডাউনে চাল চুরি, আমফানে ত্রিপল আর টাকা চুরি, করোনাতে ভ্যাকসিন চুরি আর গতকাল সভায় গিয়ে এদের নেত্রী বিজেপির স্লোগানও চুরি করলেন। তবে খাটে উঠে গিয়েছে, এখন আর কৃষ্ণ নাম নিয়ে কিছু হবে না। এখন হরিবোল বলতে হবে।” পাশাপাশি তৃণমূলকে তাঁর আক্রমণ, “নৌকা ফুটো হয়ে গেছে।” একই সঙ্গে ফের একবার তোলাবাজ ভাইপো বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী | সভা শেষে বিজেপির একমুঠো চাল সংগ্রহ কর্মসুচি (কৃষক সুরক্ষা অভিযান) অনুযায়ী চাল সংগ্রহ করেন তিনি | এরপরেই দুপুরে নন্দীগ্রামে শুভেন্দুর পাত পড়ে সেখানকার এক কৃষক পরিবারে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *