Breaking News

সশরীরেই হাজিরা দিতে হবে অভিষেক পত্নী রুজিরাকে, ইডি-র মামলায় নির্দেশ দিল্লির আদালতের!

নিজস্ব সংবাদদাতা :- আদালতে গিয়ে সশরীরে উপস্থিত হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে | বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট | ১২ অক্টোবর দুপুর ২টোয় সশরীরে অভিষেক পত্নীকে উপস্থিত হতে হবে বলে নির্দেশ দেন বিচারক পঙ্কজ শর্মার | কয়লাকাণ্ডে সেপ্টেম্বর মাসেই সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট| সেই ডাকে অভিষেক সাড়া দেন | তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হন| কিন্তু যাননি রুজিরা | তিনি পাল্টা চিঠি দিয়ে ইডি-র আধিকারিকদের নিজের বাসভবনে ডেকে পাঠান | কারণ হিসেবে উল্লেখ করেন, তিনি দুই সন্তানের মা | কোভিড পরিস্থিতিতে একা দিল্লি যাওয়া তাঁর পক্ষে সম্ভব না | সেই কারণে যেন কলকাতার দফতর থেকে আধিকারিকরা তাঁর বাড়িতে গিয়ে যা প্রশ্ন করার সেটা করেন |রুজিরার এই আমন্ত্রণে সাড়া দেয়নি এই কেন্দ্রীয় সংস্থা | চিফ মেট্রোপলিটান আদালতের বিচারক রুজিরাকে সমন পাঠান | একাধিক তলব সত্ত্বেও রুজিরা হাজিরা এড়িয়ে যাচ্ছেন, ইডি-র এই অভিযোগের প্রেক্ষিতেই সমন পাঠানো হয় | বৃহস্পতিবার অভিষেক পত্নীকে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে সশরীরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠায় ইডি | কিন্তু দিল্লি যেতে না পারায় ভার্চুয়ালি তিনি আদালতে উপস্থিত হন| বেলা পৌনে বারোটা নাগাদ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতকে জানান, তদন্তে সহযোগিতার জন্য তাঁর মক্কেল অনলাইনে হাজির হয়েছেন | তাঁকে জিজ্ঞাসাবাদ করা হোক | কিন্তু ইডির আইনজীবী পাল্টা দাবি করেন যে সশরীরেই আসতে হবে রুজিরাকে | এভাবে জিজ্ঞাসাবাদে রাজি নয় ইডি | এরপর সংক্ষিপ্ত সওয়াল-জবাব শেষে বিচারকরা জানান, আগামী ১২ অক্টোবর রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আদালতে আসতে হবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *