Breaking News

কুয়োয় পড়ে যাওয়া হস্তি শাবক প্রাণে বাঁচল, বনকর্মীদের এবং লালগড়ের বাসিন্দাদের তৎপরতায়

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম :- বনকর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে একটি হস্তিশাবককে বাঁচালেন স্থানীয় বাসিন্দারা | ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার অন্তর্গত মেদিনীপুর বন বিভাগের লালগড় রেঞ্জের লালগড় বিটের সখীশোল এলাকায় | প্রজাতন্ত্র দিবসের সকালে গ্রাম সংলগ্ন চাষের ক্ষেতে একাধিক হাতি দাঁড়িয়ে থাকতে দেখে, গ্রামবাসীরা খবর দেয় বনদফতরে | একটু এগোতেই গ্রামবাসীদের চোখে পড়ে, একটি পরিত্যক্ত কুয়ো থেকে কিছু বিকট শব্দ ভেসে আসছে | আওয়াজ শুনতে পেয়ে গ্রামবাসীরা সাহস করে এগিয়ে যান সেখানে |

সামনে গিয়ে দেখেন একটি হস্তি শাবক প্রায় ২০ ফুট নিচে পরিত্যক্ত কুয়োয় পরে ছটফট করছে| কাছেই দাঁড়িয়ে হস্তি শাবক এর মা, সন্তানকে উদ্ধার করার জন্য তারস্বরে চিৎকার করছে | হুলা পার্টির সাহায্য নিয়ে হাতির দলটিকে কিছুদূর তাড়িয়ে নিয়ে গিয়ে, মানুষ যাওয়ার জন্য সুরক্ষিত করা হয় এলাকাটিকে | অবশেষে মাটি খোঁড়ার যন্ত্র এনে ঘন্টাখানেকের চেষ্টায় গভীরতা কমানো হয় কুয়োটির| তারপর বনদফতার এর কর্মীরা নিচে নেমে হাতিটিকে দড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসতে সাহায্য করে| হস্তিশাবকটি উপরে উঠতেই বনদপ্তর এর কর্মীরা দেখে নেন শরীরে কোথাও আঘাত আছে কিনা|শাবকটির শারীরিক কোনো অসুবিধে নেই সেই বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই কাছেই দাঁড়িয়ে থাকা মা হাতির কাছে ছেড়ে দেওয়া হয় শাবকটিকে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *