নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- রবিবার ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশ |নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্ট্রং রুম | ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইভিএম রাখা আছে সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস স্কুলে | পোস্টাল ব্যালট রাখা আছে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে | নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তা নিয়ে মামলাও চলছে কলকাতা হাইকোর্টে | তাই এই বাড়তি নিরাপত্তা বলে মনে করা হচ্ছে | জানা গিয়েছে, ২৮৭টি বুথের ইভিএম সিল করা হয়েছিল সেদিনই | তারপর তা নিয়ে আসা হয় সাখাওয়াত স্কুলের স্ট্রং রুমে | সেখানেই এখন নিরাপত্তা বলয় | পাহারার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী | ২৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পালা করে সেখানে নজরদারি চালাচ্ছেন বলে খবর | সঙ্গে রয়েছে কলকাতা পুলিশের নজরদারিও| পুরো ঘিরে রাখা হয়েছে স্কুল চত্ত্বর |ভবানীপুর উপনির্বাচনের যে গণনাকেন্দ্র সাখাওয়াত মেমোরিয়াল গভর্মেন্ট গার্লস হাইস্কুলে যে গণনা হবে, সেই কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করা হবে | একই সঙ্গে গণনাকেন্দ্রের আশেপাশে যাতে কোনওরকম জমায়েত বা বিজয় উল্লাস না হয়, সেই বিষয়টির দিকেও নজর রাখতে বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে | রবিবার ভোর পাঁচটা থেকে, অর্থাৎ গণনা শুরু হওয়ার আগে এই ১৪৪ ধারা জারি হবে | গণনাপর্ব সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে | কলকাতা পুলিশের এক অফিসার বলেন, ‘কোনও ফাঁক নিরাপত্তায় রাখতে আমরা রাজি নই | অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই এই বেষ্টনী করা হয়েছে। এটা পুলিশের দায়িত্ব |’