প্রসেনজিৎ ধর, কলকাতা :- ১৫২ তম জন্মবার্ষিকীতেও গান্ধীজিকে শ্রদ্ধা জানাতে গিয়ে ফের রাজ্য সরকারকে কটাক্ষ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় | শনিবার রাজ্যপাল টুইটের শুরুতেই গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়েছেন| তাঁর অহিংস আন্দোলনের কথাও তিনি তুলে ধরেছেন | তারপরই টুইটের শেষে একটি লাইনেই আবার রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের কথাই সামনে নিয়ে এসেছেন | এদিন টুইট করে ধনখড় লেখেন, “বাপুকে তাঁর যোগ্য সম্মান জানিয়ে তাঁর আদর্শায়িত শান্তি ও অহিংসার বাণীগ্রহণ, পালন ও অনুশীলন বিশ্বজুড়ে পাথেয় |গণতন্ত্রের ফুল ফোটাতে ও মানবিক সম্মান রক্ষার্থে মুখ্যমন্ত্রীর উচিত রাজ্যে ঘটে চলা হিংসার ঘটনায় রাশ টানা |”
টুইটে সরাসরি মুখ্যমন্ত্রীর সোশ্যাল হ্যান্ডেলে ট্যাগ করেছেন রাজ্যপাল| প্রসঙ্গত, রাজ্যপাল হিসাবে দায়িত্ব পর থেকেই বাংলার আইনশৃঙ্খলা নিয়ে বারবার সরব হয়েছেন ধনখড় | বিধানসভা নির্বাচনে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রাজভবন-নবান্ন সংঘাতের পারদ আরও চড়েছে |এর আগে গত বছর মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি | উল্লেখ্য, গত বছর মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল | বারাকপুরে গান্ধীঘাটে পৌঁছনোর পর পুলিশকে খবরের কাগজ পড়তে দেখেই বিরক্তি প্রকাশ করেছিলেন | এবার জন্মদিনে রাজ্যকে খোঁচা দিতে ছাড়লেন না |