দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আর.জি.কর মেডিকেল কলেজ হাসপাতালে জট কাটছে না | বারবারই সেখানে বিক্ষোভের চেহারা দেখা যাচ্ছে | এবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ দেখানো হল | সমস্যা মেটাতে রাতেই বসল দু’পক্ষের বৈঠক | প্রায় তিন ঘণ্টা চলল বৈঠক | গভীর রাত পর্যন্ত আটকে থাকেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ | রাত প্রায় সাড়ে ৩টে নাগাদ ঘেরাও উঠল | আলোচনার পর পড়ুয়ারা সন্তুষ্ট হয়েছেন বলে খবর| সেই কারণেই তাঁরা অবস্থান বিক্ষোভ তুলেছেন|
জানা গেছে,শুক্রবার সন্ধে থেকে একাধিক দাবিতে আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও বিভাগীয় অধ্যাপকদের ঘেরাও শুরু করেন জুনিয়র ডাক্তারদের একাংশ| চিকিৎসক পড়ুয়াদের অভিযোগ ছিল, অধ্যক্ষ সন্দীপ ঘোষ স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছেন | ১২ দফা দাবিতে চলা আন্দোলনে হস্টেল সমস্যার বিষয় যেমন ছিল, তেমনই ছিল চিকিৎসক পড়ুয়াদের হেপাটাইটিস বি টিকাকরণ না হওয়া, কলেজ চত্বরে ছাত্র-ছাত্রীদের গতিবিধি নিয়ন্ত্রণ এবং সর্বোপরি হস্টেল কমিটি গঠন নিয়ে চিকিৎসক পড়ুয়াদের অসন্তোষ | সূত্রের খবর, জুনিয়র ডাক্তারদের দাবি মেনে আগামী সপ্তাহে কলেজের স্টুডেন্টস কাউন্সিল গঠিত হচ্ছে | তার খসড়াও তৈরি | এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলেজের ছাত্রছাত্রীদের জন্য ১০ একর জমিতে নতুন হস্টেল তৈরি হবে| সূত্রের আরও খবর, কলেজ লাগোয়া অনাথ নাথ দেব লেনে এই জমি পাওয়া গিয়েছে | সঙ্গে প্রায় ১৫ কাঠা জমির একটি বড় পুকুর | খুব শীঘ্রই সেখানে কলেজ হস্টেল তৈরির কাজ শুরু হতে চলেছে | কিন্তু এসব সম্পর্কে পড়ুয়ারা অবহিত নয় বলে শুক্রবার ঘেরাও কর্মসূচি শুরু করেন তাঁরা|রাতভর দফায় দফায় আলাপ-আলোচনার পর অবশেষে ভোরের দিকে ঘেরাওমুক্ত হলেন আর.জি.কর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ |