Breaking News

অক্টোবরে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা পাবেন না ৪ জেলার মহিলারা, কারণ জানালেন মুখ্যমন্ত্রী!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নির্বাচনী আচরণবিধির লাগু থাকায় অক্টোবরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা পাবেন না চার জেলার উপভোক্তারা | শনিবার নবান্নে সাংবাদিক একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তবে নভেম্বরে তারা ২ মাসের টাকা একসঙ্গে পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী | এদিন নবান্নে মমতা বলেন, ‘উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা,নদিয়া ও কোচবিহারের উপভোক্তারা অক্টোবরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না | নির্বাচন প্রক্রিয়া চলায় টাকা দেওয়ায় বাধা রয়েছে | তবে নভেম্বরে একসঙ্গে ২ মাসের টাকা পাবেন তাঁরা | ফলে চিন্তার কোনও কারণ নেই |’সেপ্টেম্বরে রাজ্যে চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প | এই প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা মাসে ৫০০ টাকা ও সংরক্ষিতরা মাসে ১,০০০ টাকা করে পাচ্ছেন | সেপ্টেম্বরে জমা পড়েছে ভাতার প্রথম কিস্তি | তবে চার জেলায় উপনির্বাচন ঘোষণা হওয়ায় সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠানোয় নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা রয়েছে | তাই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী| ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র অর্থ পাওয়ার জন্য যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের জন্য প্রথম পর্যায়ে প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার | নারী ও শিশুকল্যাণ দপ্তরের পক্ষ থেকে রাজ্যের জেলাশাসকদের সেই বরাদ্দ পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে | নবান্ন সূত্রে খবর, প্রথম পর্যায়ে ২ কোটি ৪৮ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *