প্রসেনজিৎ ধর, কলকাতা :- মমতা বন্দ্যোপাধ্যায় রবিবারই ভবানীপুর উপনির্বাচনে জয়ী হয়েছেন | দেশের বিভিন্ন প্রান্তের বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা যেমন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তেমনই কয়েকটি বিশেষ বার্তা চোখ টেনেছে বাংলার রাজনৈতিক মহলের | এর মধ্যে অন্যতম বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় | সোমবারই তিনি টুইটে শুভেচ্ছা জানিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি লিখলেন, ‘জো জিতা ওহি সিকন্দর|’এদিন বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানাই |আমি তাঁর রাজনীতিকে সমর্থন করি না | কিন্তু তিনি আমারও মুখ্যমন্ত্রী | এই নির্বাচনের ফলাফল নিয়ে পরে অনেক কিছু জানাবো | এখন তাঁকে অভিনন্দন জানাই | জো জিতা ওহি সিকন্দর।|’অপরদিকে রাজনৈতিক সৌজন্য দেখিয়ে বিজেপির নতুন রাজ্য সভাপতি শুকান্ত মজুমদারও তৃণমূল নেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন | জয় বন্দোপাধ্যায়ও মমতাকে শুভেচ্ছা বার্তা দিয়ে বঙ্গ বিজেপিকে সরাসরি ঠুকলেন | জয় বলেছেন, ‘কোর্টে গিয়ে ভোটের লড়াই হয় না | নির্বাচন কমিশনে গিয়েও হয় না | ভোটটা ময়দানে লড়তে হবে|’আবার তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে তিনি বললেন, ‘এই জয়ের তুলনা নেই | আপনি অপ্রতিরোধ্য | আপনার হাত ধরে বাঙালির জয়, বাংলার জয় আসবেই |’ মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন, প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ও |