Breaking News

অঙ্গ বিক্রির মামলায় রোগী মৃত্যুর ৫ মাস পর ডিএনএ টেস্টের নির্দেশ কলকাতা হাইকোর্টের!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- মিডল্যান্ড নার্সিংহোমের বিরুদ্ধে অঙ্গ বিক্রির অভিযোগের তদন্তে এক মহিলার মৃত্যুর ৫ মাস পর তাঁর ডিএনএ টেস্টের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট | মঙ্গলবার এই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা | প্রসঙ্গত, গত ২২ এপ্রিল বেলঘরিয়ার মিডল্যান্ড নার্সিং হোমে ভর্তি হন করোনা আক্রান্ত কাকলি সরকার | তিনদিন পর ২৫ এপ্রিল তাঁর মৃত্যু হয় | পরিবারের দাবি, মৃত্যুর আগে কাকলি পরিবারের লোকজনকে জানিয়েছিলেন, নার্সিং হোমে অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির একটি চক্র চলে | তারও অঙ্গ বিক্রির পরিকল্পনা করেছে নার্সিংহোম | পরিবারের আরও অভিযোগ, একটি ইঞ্জেকশন দেওয়ার পরই মৃত্যু হয় কাকলিদেবীর| চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হয় কাকলির পরিবার | সেই অভিযোগের ভিত্তিতে নার্সিংহোমকে কাকলির পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয় কমিশন | এদিকে, কাকলি সরকারের মৃত্যুর ঘটনার সিআইডি তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তার পরিবার | পাশাপাশি নার্সিংহোমের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা শুরুরও আবেদন করা হয় আদালতে |গত ১৩ সেপ্টেম্বর মৃতের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় আদালত | এনআরএস হাসপাতালের তিন জন চিকিৎসককে দিয়ে বিশেষ দল গঠন করে ময়নাতদন্তের নির্দেশ জারি করা হয় | দ্বিতীয় বার ময়নাতদন্তের সময় দেহ শণাক্ত করতে অস্বীকার করে পরিবার | এরপর মঙ্গলবার ফের এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে |আজ বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ দেন, ওই মহিলার ফের ডিএনএ টেস্ট করাতে হবে | মৃত্যুর পাঁচ মাস পর ফের ডিএনএ টেস্ট করানোর নির্দেশ দেন বিচারপতি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *