Breaking News

এবারও হচ্ছে না ‘‌দুর্গাপুজো কার্নিভাল’, দুর্গাপুজো নিয়ে ১১ দফা নির্দেশিকা জারি করল নবান্ন!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মঙ্গলবার আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ১১ দফা গাইডলাইন জারি করল রাজ্য সরকার | ওই গাইডলাইনে বলা হয়েছে, এ বছর পুজোয় কোনও কার্নিভাল কিংবা মেলা করার অনুমতি দেওয়া হবে না | এমনকি পুজো কমিটিগুলিকে জলসা করারও অনুমতি দেওয়া হবে না | সাধারণ দর্শনার্থীরা যাতে নিরাপদে প্রতিমা ও মণ্ডপ দর্শন করতে পারেন, তার জন্য সোশ্যাল মিডিয়ায় মণ্ডপ দর্শনের উপরে জোর দেওয়ার জন্যও পুজো উদ্যোক্তাদের অনুরোধ জানানো হয়েছে| নবান্ন সূত্রে খবর,নির্দেশিকায় বলা হয়েছে এই বছর চারিদিক খোলা মণ্ডপ করতে হবে | যেখানে প্রবেশ এবং বেরনোর পৃথক জায়গা থাকবে | এমনভাবেই তৈরি করতে হবে পুজোমণ্ডপ | তাছাড়া শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য মণ্ডপে পর্যাপ্ত জায়গা রাখতে হবে | একইসঙ্গে মণ্ডপে স্যানিটাইজার এবং মাস্কের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক | কোনও দর্শনার্থী মাস্ক পরে না আসলে তাঁকে তা দিতে হবে পরার জন্য | যত বেশি সম্ভব স্বেচ্ছাসেবককে মণ্ডপে রাখতে হবে | মাস্কে মুখ ঢাকতে হবে তাঁদেরও| তাঁদেরও মেনে চলতে হবে শারীরিক দূরত্ব | পুজো উদ্বোধন কিংবা বিসর্জন জাঁকজমকপূর্ণ করা চলবে না| সম্ভব হলে ভার্চুয়ালি সারতে হবে পুজো উদ্বোধন | এখানেই শেষ নয়, দুর্গাপুজোর সময় অঞ্জলি, সিঁদুরখেলা বা দেবীবরণের মতো রীতিকে এবার ছাড় দেওয়া হনেও তা করতে হবে ছোট ছোট গ্রুপে | মন্ত্রচ্চারণের সময় পুরোহিতদের মাইক্রোফোন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে | যাতে দূর থেকে মন্ত্র শুনতে পান পুণ্যার্থীরা | তবে অঞ্জলির ফুল বাড়ি থেকে আনার পরামর্শ দেওয়া হয়েছে | পুরষ্কার দেওয়ার ক্ষেত্রে বিচারকরা ভিড় করে মণ্ডপে প্রবেশ করতে পারবেন না | সর্বোচ্চ দু’টি গাড়ি নিয়ে মণ্ডপে ঢুকতে পারবেন তাঁরা | সকাল ১০টা থেকে বিকেল ৩ পর্যন্ত মণ্ডপে প্রবেশ করতে পারবেন বিচারকরা | পুজো উদ্বোধন কিংবা বিসর্জনে বেশি জাঁকজমক চলবে না | নদী বা পুকুরে বিসর্জনের ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া হবে | ভিড় কমাতে তৃতীয়া থেকে দর্শনার্থীদের জন্য পুজোমণ্ডপ খুলে দেওয়া হবে | নবান্ন সূত্রে খবর, এটা ঠিক যে করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে | কিন্তু সাবধানতা না নিলে তা মারাত্মক আকার নিতে পারে | তাই এই নির্দেশিকা | এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে কীভাবে পালিত হবে দুর্গাৎসব, তা নিয়ে নির্দেশিকা জারি করল নবান্ন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *