Breaking News

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাঁকে আদালতে এসে আত্মসমর্পণের নির্দেশ দিল বিধাননগরের এমপি-এমএলএ আদালত| জানা গিয়েছে, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে আগামী ১৬ ই নভেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে ওই আদালত | জানা গিয়েছে, বামফ্রন্টের শাসনকালে এক গাড়ির চালক মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছিলেন | ওই মামলার কারণেই রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে| এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উঠছে একাধিক প্রশ্ন|যে মামলার কারণে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তা বহুদিন পুরনো | মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি | সেই শুনানি শেষেই বিধাননগর আদালত মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বলে জানা গিয়েছে | এত পুরনো মামলাকে সামনে এনে হঠাৎ করে কেন মন্ত্রীর বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল আদালত, তা নিয়েই উঠছে প্রশ্ন | এই বিষয়ে সুব্রত মুখোপাধ্যায় জানান, ‘এবিষয়ে এখনও নির্দেশের কপি হাতে আসেনি | হাতে পেলেই বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করব | বাম আমলে এক গাড়ির চালক আমার বিরুদ্ধে কড়েয়া থানায় এফআইআর দায়ের করেছিলেন | সেই মামলার জন্যই আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেছে আদালত |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *