Breaking News

মহালয়ার সকালে অসেচতনতার চিত্র চোখে পড়ল ঘাটে ঘাটে!করোনা বিধি উপেক্ষা করে ধরা পড়ল তর্পণের চেনা ছবি

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :-আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা | মাহেন্দ্রক্ষণে পিতৃপুরুষের উদ্দেশে সকাল থেকে ঘাটে ঘাটে চলে তর্পণ | গঙ্গার ঘাটে কড়া নিরাপত্তা | তৎপর ছিল কলকাতা পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশ |প্রথম দিন বিভিন্ন ঘাটে ফুটে উঠল অসেচতনতার চিত্র | কোনও রকম কোভিড বিধি বা দূরত্ব বিধি না মেনেই স্বাভাবিক ছন্দে চলছে তর্পণ | মাস্কের বালাই নেই | গা ঘেষাঘেষি করে তর্পণ করছেন অসেচতন মানুষরা | এই চিত্র দেখা গেল বাবুঘাট, জাজেস ঘাট থেকে বাগবাজার ঘাট-সর্বত্র | করোনা আবহে পুরসভা তরফে গত বছরই বলা হয়েছিল অন্তত ছয় ফুট দূরত্ব মেনে যাতে তর্পণ করা হয় | মহালয়ার ভোরে ঘাটগুলিতে আম জনতার অসচেতনতার চিত্র দেখা গেল | তর্পণ ঘিরে কড়া সতর্ক ছিল কলকাতা পুলিশ | গঙ্গা লাগোয়া পথে পণ্যবাহী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিকাল ৪ টা পর্যন্ত বন্ধ থাকবে পণ্যবাহী যান চলাচল| প্রস্তুত ছিল বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩৭ টি দলও | প্রত্যেক ঘাটে একটি ঘরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল থাকছে | গঙ্গার প্রত্যেক ঘাটেই চলছে রিভার ট্রাফিকের স্পিড বোট, জেট স্কি-র টহল | গত বছরে পরিস্থিতি একেবারেই আলাদা ছিল | মহালয়ার ভোরে ঘাটগুলিতে আম জনতা যাতে সুরক্ষার সঙ্গে তর্পণ শেষ করতে পারে, তার জন্য প্রশাসনের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে| নজরদারি সত্ত্বেও কলকাতার বিভিন্ন ঘাটে অনেকেই করোনা সুরক্ষা বিধি মেনে চলছে না |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *