Breaking News

সশরীরে হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ! পাতিয়ালা হাউজ আদালতের সমনকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অভিষেক পত্নী রুজিরা

প্রসেনজিৎ ধর :- কয়লা পাচার কাণ্ডে ইডির দায়ের করা মামলায় দিল্লির পাতিয়ালা হাউজ আদালতের সমনকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় | আগামী ১২ অক্টোবর তাঁকে আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিলের বিচারক | সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার দিল্লি হাইকোর্টে আবেদন করেন রুজিরার আইনজীবীরা | দিল্লী হাইকোর্টে রুজিরাদেবীর আইনজীবী আবেদনে জানিয়েছেন, তাঁকে সমন পাঠানোর ক্ষেত্রে প্রথা মানা হয়নি | সাধরণত রাজ্যের বাইরে কোনও মহিলাকে সমন পাঠানোর সময় তাঁর সুবিধা অসুবিধার বিষয়টি বিবেচনা করতে হয় | এক্ষেত্রে রুজিরাদেবীর সমস্যার কথা বিবেচনা করেননি বিচারক | এছাড়া রুজিরাদেবীর ২ টি সন্তান রয়েছে | করোনা পরিস্থিতিতে তাঁদের রেখে আসা সম্ভব নয় রুজিরার পক্ষে | রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের দাবি, তদন্তে সব রকম সাহায্য করেছেন তিনি | কখনও হাজিরা না দিতে পারলে চিঠি দিয়ে তার কারণ জানিয়েছেন | এমনকী কলকাতায় তদন্তে সব রকম সাহায্য করতে তৈরি তিনি | তারপরও কেন দিল্লি তলব? ইডির পল্টা দাবি, কয়লাপাচারের তদন্তে একাধিকবার তলব করলেও এখনও একবারও হাজিরা দেননি রুজিরা বন্দ্যোপাধ্যায়। নানা কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন তিনি | রুজিরার স্বামী অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ হওয়ায় দিল্লিতে তাঁর বাসভবন রয়েছে| অনেক সময় দিল্লিতে বসবাস করেন তিনি | সেখানে তিনি সপরিবারে বাস করতে পারেন | সেখান থেকে তাঁর ইডি দফতরে হাজিরা দিতে সমস্যা হওয়ার কথা নয় | ফলে এই মামলা এ বার কোনদিনে মোড় নেয় তা গুরুত্বপূর্ণ হতে চলেছে

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *