নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ :- মহালয়ায় দিন মর্মান্তিক দুর্ঘটনা |দাঁড়িয়ে থাকা লরির পিছনে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় মৃত্যু হল ৩ জনের | গুরুতর জখম কমপক্ষে ১২। বুধবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় মুর্শিদাবাদ জেলা সাগরদিঘি থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের হরপুর মোড়ে | নিহতদের পরিচয় জানা যায়নি | তারা সবাই বাসযাত্রী | আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে | স্থানীয় সূত্রে জানা গিয়েছে,উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার একটি দূরপাল্লার বাস কলকাতা থেকে কোচবিহার এর উদ্দেশ্যে রওনা দেয় | পথে মুর্শিদাবাদের ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ভুরকুন্ডা এলাকায় আচমকা নিয়ন্ত্রন হারিয়ে একটি পণ্য বোঝাই লরি পেছনের সজোরে ধাক্কা মারে |
এরপরেই বিকট আওয়াজে গোটা এলাকার কেঁপে ওঠে | স্থানীয় মানুষজন থেকে শুরু করে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে ছুটে আসে | সকলে দেখেন ওই দূরপাল্লার উত্তরবঙ্গ পরিবহন সংস্থার বাসটি একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে | ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ বাস যাত্রীর | হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও ১ জনের | আহত যাত্রীদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করেন স্থানীয়রা | ঘাতক লরিটিকে আটক করেছে সাগরদিঘি থানার পুলিশ |যদিও বাস দুর্ঘটনায় মৃত চালক সহ ৩ জনের পরিচয় জানাতে পারেনি পুলিশ| মৃতদের নাম পরিচয় জানতে খোঁজ শুরু হয়েছে |