দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-‘জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিনী |’ মহালয়ার জাগো বাংলার শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে এই গানটিই গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় | তাঁকে যোগ্য সঙ্গত দিলেন নচিকেতা, বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল ঘোষ | এদিন নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রীর গানের অ্যালবাম প্রকাশ হয়| ছবি আঁকা থেকে, কবিতা-ছড়া লেখা, গান লেখা, তাতে সুর দেওয়া এ পর্যন্ত তিনি সবই করেছেন | আবার বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে গানের ছন্দে গলা মেলাতেও দেখেছে বাংলার মানুষ| সেই তিনিই মমতা বন্দ্যোপাধ্যায় এবার নিজের লেখা গানে ও সুরে গাইলেন গান | বুধবার দেবী পক্ষের শুরুতে মহালয়ার দিন নজরুল মঞ্চে জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশিত হল | একই মঞ্চে প্রকাশিত হল গানের একটি অ্যালবাম | যার নাম “জননী।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা আটটি গান থাকছে এই অ্যালবামে | নারী শক্তির অন্যতম প্রতিরূপ দেবী দুর্গার আবাহনের সময়কালে অ্যালবামের মূল থিম নারী শক্তি | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা আটটি গান থাকছে এই অ্যালবামে | নারী শক্তির অন্যতম রূপ দেবী দুর্গার আবাহনের সময়কালে অ্যালবামের মূল থিমও সেই নারী শক্তি | গানের কথায় তাই বারবার ধরা দিয়েছে সেই নারী শক্তির কথা | বাংলার মা-বোনেদের আর্থিকভাবে কিছুটা সাবলম্বী করার জন্য তৃতীয়বার বাংলার ক্ষমতা এসেই, যে লক্ষীর ভান্ডার প্রকল্পের সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, গানের কথায় উঠে এসেছে সেই বিষয়টিও,এমনটাই জানা গিয়েছে | অ্যালবামে মোট আটটি গানের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটি গান গেয়েছেন| অন্যদিকে, তিনি ছাড়াও এই অ্যালবামে গান গেয়েছেন সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন, নচিকেতা, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর, মনোময় ভট্টাচার্য, দেবজ্যোতি মিশ্র ও তৃষা | অ্যালবামের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের গলায় রয়েছে দেবী দুর্গার স্তোত্র পাঠও |