নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর :- ভোট পরবর্তী হিংসার তদন্তে নন্দীগ্রামে বিজেপি নেতা দেবব্রত মাইতি খুনে চার্জশিট পেশ করল সিবিআই | আদালতের নির্দেশে ভোট পরবর্তী হিংসার তদন্তে নেমে এই নিয়ে ৫টি চার্জশিট পেশ করল তারা | এদিন পেশ করা চার্জশিটে নাম রয়েছে শেখ ফতেনুর,শেখ মিজানুর,শেখ ইমদাদুলের| ভোটের ফলপ্রকাশের পর নন্দীগ্রামে দেবব্রতবাবুকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে | অভিযোগ, ৩ মে থেকে চিল্লাগ্রাম-সহ বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা শুরু হয়| ঘরবাড়ি ভাঙা হয়,আগুন লাগিয়ে দেওয়া হয় | চলে মারধর | হিংসার জেরে খুন হন চিল্লগ্রামের বাসিন্দা দেবব্রত মাইতি (৪৯) খুন হন | আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় | এরপর দেবব্রত মাইতিকে তমলুক জেলা হাসপাতাল এবং পরে কলকাতার এসএসকে এম হাসপাতালে নিয়ে আসা হয় | ১৩ মে তাঁর মৃত্যু হয়| তারপরেই এই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই | বিজেপির অভিযোগ, দেবব্রতবাবু খুনের পর নিষ্ক্রিয় ছিল পুলিশ | তাই থানায় অভিযোগ দায়ের করা যায়নি | পরে মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা এলাকায় এলে তাঁদের কাছে অভিযোগ করা হয় | ওই ঘটনায় শুক্রবার তমলুক আদালতে চার্জশিট পেশ করে সিবিআই |