নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- পুজোর অনুদান মামলায় মিলল কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত | এবার দ্রুত পুজোর অনুদান স্বরূপ ৫০ হাজার টাকা পেয়ে যাবে পুজো কমিটিগুলি | কিন্তু ওই টাকার কত অংশ কোন খাতে খরচ করতে পারবে, তা নিয়ে রাজ্যকে নির্দেশিকা জারি করতে বলল হাইকোর্ট | রাজ্য সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশিকা জারি না করলে গত বছরের নির্দেশিকা অনুযায়ী অনুদান ব্যয় করতে পারবে ক্লাব কর্তৃপক্ষ | বেশ কয়েকবছর ধরে দুর্গাপুজো উপলক্ষে ক্লাবগুলিকে আর্থিক অনুদান দিয়ে আসছে রাজ্য সরকার, এ বছরও তার অন্যথা হবে না বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | রাজ্যের মোট ৪০ হাজার ৩৮২টি রেজিস্টার ক্লাবকে পুজোর অনুদান দেওয়ার জন্য ইতিমধ্যেই ২০১.৯১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে | এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করতেই গতবছরের মতো এবারও হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা | শুক্রবার ওই মামলার শুনানিতে বিচারপতি জানতে চান কোভিড পরিস্থিতিতে কেন ক্লাবগুলিকে অনুদান দেওয়া হচ্ছে? প্রশ্নের উত্তরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, শুধুমাত্র পুজোর আয়োজনই নয়, ক্লাবগুলি সারাবছর ধরেই জনগণের পাশে দাঁড়ায় | করোনা পরিস্থিতি হোক বা ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতিই হোক | সেইসমস্ত জনকল্যাণমূলক কাজ যাতে অব্যাহত থাকে, সে কারণেই এই সামান্য অনুদান | সূত্রের খবর, এরপরেই হাইকোর্টের তরফে সবুজ সঙ্কেত দেওয়া হয় | ফলে ক্লাবগুলিকে পুজোর অনুদান দেওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না | তবে হাইকোর্টের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কোন খাতে ওই অনুদানের টাকা খরচ করা হবে, সে সংক্রান্ত নির্দেশিকা জারি করতে হবে রাজ্য সরকারকে |