প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিজেপির পর এবার তৃণমূল কংগ্রেসও প্রকাশ্যে আনল তাদের তারকা প্রচারকদের তালিকা| তৃণমূল কংগ্রেসের তালিকা সত্যিই ‘তারকাখচিত’ |সেখানে রয়েছেন সাংসদ দেব তথা দীপক অধিকারী, মিমি চক্রবর্তী, বিধায়ক জুন মালিয়া, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী| এছাড়া দলের যুব সম্পাদক সায়নী ঘোষ, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও | তালিকায় দেব-মিমি-সায়নীদের নাম থাকলেও বাদ গেলেন বাবুল-নুসরত |দিনহাটা, শান্তিপুর, গোসাবা, খড়দহে আগামী ৩০ অক্টোবর উপনির্বাচন | শুক্রবারই এই চার কেন্দ্রে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে বিজেপি | তার কিছুক্ষণ পরেই প্রচারকের তালিকা প্রকাশ করল রাজ্যের শাসকদল তৃণমূল | তালিকার শীর্ষে রয়েছে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | তারপরেই সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে| নাম রয়েছে সাংসদ দেব তথা দীপক অধিকারী, দলের যুব সম্পাদক সায়নী ঘোষ, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংসদ মিমি চক্রবর্তী, বিধায়ক জুন মালিয়া, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী | মুখ্যমন্ত্রী-সহ মোট ৭ জন মন্ত্রী রয়েছেন তালিকায়| এই তালিকাই পাঠানো হয়েছে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে |পুজো মিটলেই ২১ তারিখ থেকে তারকা প্রচারকদের কর্মসূচি ঠিক হয়ে যাবে | প্রচারের শেষ দিন ২৭ অক্টোবর | অর্থাৎ মাত্র ৭ দিনেই প্রচারে ঝড় তুলবে তৃণমূল | সূত্রের খবর, প্রতিটি কেন্দ্রেই সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়| উৎসবের দিনগুলিতে যাতে উপনির্বাচনের প্রচার করা না হয়, তা নিয়ে আগেই নিজের মতামত জানিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় | কিন্তু লক্ষ্মীপুজোর পর থেকেই শুরু হয়ে যাবে প্রচার | হাতে সময় খুবই কম পাওয়া যাবে | তবে প্রতিদিন ঠাসা কর্মসূচি থাকবে রাজ্যের শাসকদল তৃণমূলের, তা প্রচারকদের তালিকা দেখেই ধারণা করা যায় |