নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- আজ বিধাননগরের ময়ূখভবনের এমপি-এমএলএ কোর্টের আদালতে হাজির হলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ | তাঁর নামে নানা মামলা ও ওয়ারেন্ট রয়েছে | বিধাননগরের এই আদালতে তিনি হাজির হন আইনজীবী নিয়ে | তারপর সেখানের কাজ মিটিয়ে সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে যখন তখন কেস হচ্ছে, ওয়ারেন্ট বের হচ্ছে | আমি অনেক সময় জানতেও পারি না | আমাকে তাই জামিন নিতে আসতে হয়|’ আদালত সূত্রে খবর, দিলীপ ঘোষের বিরুদ্ধে একটি মামলা ছিল রায়গঞ্জ পুলিশ স্টেশনে, একটি ছিল হেয়ার স্ট্রিট থানায় এবং আর একটি ছিল ঝাড়গ্রাম পুলিশ স্টেশনে| এই তিনটি মামলায় জামিন হয় দিলীপ ঘোষের | শুক্রবার তিনটি কেস ছিল বিধাননগর এমপি–এমএলএ কোর্টে | এই মামলাগুলিতে তাঁর নাম জড়িয়ে পড়লেও তিনি বিষয়টি নিয়ে বিরক্ত | এদিন আদালত থেকে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘আজকে আমার মামলা ছিল ঝাড়গ্রামে | একটা পুরনো মামলা, যেটা কলকাতা হাইকোর্ট থেকে জামিন হয়ে গিয়েছিল| আর একটা নতুন মামলা রায়গঞ্জে | এই মামলাটা কবে হয়েছিল, তার ওয়ারেন্ট ছিল | তাই জামিনের জন্য এখানে এসেছিলাম। | অনেক জায়গায় কেস দিয়েছে, আমি জানি না |’এইসব মামলা নিয়ে দিলীপ ঘোষ আরও বলেন, ‘হঠাৎ হঠাৎ ওয়ারেন্ট বের হয় | এখানে এসে আমাকে বেল নিতে হয়। তাই এসেছিলাম | ঝাড়গ্রামে আমার বিরুদ্ধে আর্মস কেস ছিল | সেখানে আমার নামে কেউ কেস করেছেন, আমি নাকি বন্দুক দেখিয়ে তাঁকে ভয় দেখিয়েছি |’ মামলাকারীর অভিযোগ ছিল, ভোট-পরবর্তী হিংসার জেরে ২০ জন রাজ্যবাসীর মৃত্যু হয়েছে তার দায় দিলীপ ঘোষের | কারণ তাঁর বিরুদ্ধে অভিযোগ ভোট প্রচারে দিলীপ ঘোষ যেখানে যেখানে গিয়েছেন সেখানেই তিনি উস্কানিমূলক মন্তব্য করেছেন |