Breaking News

গল্ফগ্রিনে ভয়াবহ ঘটনা,নির্মীয়মাণ বাড়ির রিজার্ভারে নেমে কাজের সময় মৃত্যু ২ শ্রমিকের!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- দুর্গাপুজোর মুখেই দুঃসংবাদে | গল্ফগ্রিনে রিজার্ভারে নেমে কাজ করার সময় মৃত্যু হয় দু’জনের | দক্ষিণ কলকাতার গল্ফগ্রিনের নির্মীয়মাণ আবাসন | তারই ভূগর্ভস্থ জলাধার থেকে উদ্ধার পরপর দুজনের দেহ।ওই আবাসনের জলাধার থেকে কীভাবে দেহ উদ্ধার হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে | পুলিশ সূত্রে খবর, শনিবার বেলা ১১টা ১০ মিনিট নাগাদ পুলিশের কাছে ফোন আসে | ফোনের অপর প্রান্ত থেকে পুলিশকে জানানো হয়, গল্ফগ্রিনের ১৯ নম্বর রসা রোডের সেকেন্ড লেনের ওই বহুতলের রিজার্ভারে দুজনের দেহ রয়েছে |পরে পুলিশ জানতে পারেন তারা বহুতলেই কাজে এসেছিলেন | প্রশ্ন উঠছে কীভাবে জলাধারের মধ্যে গিয়েছিলেন ওই দুই শ্রমিক?পুলিশ সূত্রে খবর, এদিন জলাধারের ঢাকা খুলতেই দেখা যায় নিথর দুটি দেহ | প্রাথমিকভাবে পুলিশ জেনেছে মৃতের নাম শ্যাম হালদার ও পবন পাল | এদিকে শ্যামের পরিবারের দাবি, বহুতলে কাজ করতে গিয়েছিলেন তারা | তারপরেই এই বিপর্যয় | ওদের খোঁজও পাওয়া যাচ্ছিল না | তারপর একেবারে জলাধারের মধ্যে থেকে উদ্ধার হল দেহ| এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের ধারণা , ওই রিজার্ভার পরিষ্কার করতে নেমেছিলেন ওই দুজন ব্যক্তি | তারপরে তারা আর রিজার্ভার থেকে উঠতে পারেননি | এরপর পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে |পুলিশ সূত্রে খবর,রিজার্ভারে থাকা গ্যাসের ফলেই শ্বাসকষ্ট হয় শ্রমিকদের| তার ফলে প্রাণহানি হয়েছে দু’জনের | নিহতেরা দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজারের বাসিন্দা | পুজোর ঠিক আগে এই দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *