দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আজ মহাপঞ্চমী | উৎসবে মেতে উঠেছে বাংলার মানুষ | আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে গল্প করতে | মহাপঞ্চমীর দিনও দুর্গাপুজো উদ্বোধনে বেরিয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | আলিপুর বডিগার্ড লাইন থেকে একাধিক পুজোর ভারচুয়াল উদ্বোধন করেন তিনি | আর তারপরই চলে যান চেতলার নবনীড় বৃদ্ধাশ্রমে | মুখ্যমন্ত্রী এদিন নবনীড় বৃদ্ধাশ্রমে গিয়ে বলেন, ‘আমি যখন যাদবপুরের সাংসদ ছিলাম, তখন থেকেই নবনীড় জায়গার সঙ্গে পরিচিত | এখানের প্রতি আমার একটা টান আছে। মমত্ব আছে | আপনাদের সঙ্গে একবার দেখা হলে খুবই ভালো লাগে | আপনারা যে ছোট পুজোটা করছেন,এই পুজোর মধ্যে দিয়েই দিনগুলি ভালো কাটুক|’
এখানকার আবাসিকরা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে | তাই তাঁদের ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের সকলকে প্রণাম জানাই | আপনারা সকলে কষ্ট করে আমাকে ভোট দিতে গিয়েছেন আমি চিরঋণী আপনাদের কাছে | খুবই কৃতজ্ঞ | চিরকাল আপনাদের এই ভালোবাসা যেন পাই | ভালো থাকবেন| সুস্থ থাকবেন |’ প্রত্যেক বছর এখানের আবাসিকদের প্রতিমা দর্শনে নিয়ে যাওয়া হতো | এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আগে তো অষ্টমীর দিন ববি আর বক্সি দা আপনাদের বেড়াতে নিয়ে যেত | করোনাভাইরাসের জন্য অনেক বিধিনিষেধ মানতে হচ্ছে | তা সত্ত্বেও আমরা আশা করছি সংক্রমণ আর বাড়বে না | আগামী বছর আরও মুক্ত মনে আমরা ঘোরাফেরা করতে পারব |’তার আগে এদিন মহাপঞ্চমীর সকালেই টুইট করে রাজ্যবাসীকে পুজোর শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |