প্রসেনজিৎ ধর :- মঙ্গলবার বিজেপির জনসভা থেকে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীদের উপর অতর্কিতভাবে হামলার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে | এই ঘটনায় বিজেপি নেত্রী ভারতী ঘোষের প্রতিক্রিয়া, রাবণের রাজত্ব চলছে,তাই মিছিল শেষে কর্মীরা বাড়ি ফেরার সময় হামলা চালিয়েছে তৃণমূল বলে অভিযোগ বিজেপি নেত্রীর | তিনি আরও কটাক্ষ করে বলেন, প্রদীপ নেভার আগে যেমন দপ করে জ্বলে ওঠে তৃণমূলের এখন সেই অবস্থা | বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সমগ্র এলাকায় |
বিজেপির কর্মীদের অভিযোগ, মঙ্গলবার ভগবানপুরের দ্বারিমারাতে শুভেন্দু অধিকারীর জনসভা ছিল | বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা সেই সভা শেষ করে বাড়ি ফিরছিলেন | পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার নতুনরাস্তার মোড়ের কাছে আসতেই কয়েকশো দুস্কৃতী তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ | বিজেপির কর্মী-সমর্থকদের লাঠিসোঁটা ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা এমনটাই অভিযোগ বিজেপির কর্মী সমর্থকদের | তাঁদের মধ্যে ভগবানপুর-১ পূর্ব মণ্ডলের কোষাধ্যক্ষ রাজু জানা- সহ বেশ কয়েক জন গুরুতর জখম হন | স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে ভগবানপুর হাসপাতালে ভর্তি করেন | যদিও এই ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব | গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভগবানপুর থানার পুলিশ |