সৃজিতা মুখার্জী :- আজ প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে ধুন্দুমার কান্ড ঘটে গিয়েছে রাজধানীর একাধিক এলাকায়। পরিস্থিতি এতোটাই চরমে ওঠে যে দিল্লি পুলিশের সদর আইটিও এলাকায় তোলপাড় করে কৃষকরা। দুই পক্ষের ঝামেলা এতোটাই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছায় পরে লালকেল্লায় পুলিশের বাধা ভেঙে ভেতরে ঢুকে পড়ে আন্দোলনকারীরা। এমনকি লালকেল্লার গম্বুজে উঠে লাগিয়ে দেওয়া হয় পতাকা। এই দিনের এই ঝামেলায় রীতিমতো তাজ্জব বনে গিয়েছে গোটা দেশ।
গত বছর থেকে চলে আসা এই কৃষক আন্দলোন প্রতিদিনই একধাপ ঊর্ধ্বমুখী হচ্ছিল, সরকারের সাথে একাধিকবার মধ্যস্থতা করতে চেয়েও কোন ফল মেলেনি। ফলত দুই মাসে ক্রমশ ঊর্ধ্বমুখী হয় আক্রোশের পারদ অবশেষে আজ পুলিশের সাথে একরফা খন্ডযুদ্ধ হয় কৃষকদের। ইতিমধ্যেই আন্দোলনকারীদের সরাতে আরও ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে কেন্দ্র। পরিস্থিতি সামাল দিতে নামছে প্যারামিলিটারি বাহিনী, এদের মধ্যে থাকছে ১০ কোম্পানি সিআরপিএফ এবং ৫ কোম্পানি অন্যান্য বাহিনী। কৃষকদের আন্দোলন এতোটাই হিংস্রাত্মক হয়ে উঠেছে যে গোটা পরিস্থিতিই হাতের বাইরে চলে গিয়েছে, আর গোটা পরিস্থিতি সামাল দিতেই এবার সক্রিয় ভূমিকা নিচ্ছে কেন্দ্র।