নিজস্ব সংবাদদাতা :- গরুপাচারকাণ্ডে এবার যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি করল আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত |এরপর বিনয়ের সন্ধানে তাঁর রাসবিহারীর বাসভবনে যান তদন্তকারীরা | কিন্তু খালি হাতেই ফিরতে হয়েছে তাঁদের |
সিবিআই সূত্রের খবর,গত প্রায় ১ মাস ধরে তাঁকে খুঁজছে সিবিআই| গরুপাচারের তদন্তে সহযোগিতার জন্য ৩ বার বিনয় মিশ্রকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হয়েছে | কিন্তু কোনওবারই হাজিরা দেননি তিনি | শেষবার গত ১৯ জানুয়ারি হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর | কিন্তু সেবারও তিনি সিবিআই দফতরে এসে পৌঁছননি | গরুপাচারের বিপুল অঙ্কের টাকা বিনয়ের মাধ্যমে পাচার হয়েছে বলে দাবি তদন্তকারীদের | তাঁকে হাজিরা দেওয়ার জন্য একাধিকবার নোটিশ পাঠিয়েছে সিবিআই | এবার তাঁর বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা | সূত্রের খবর, বিনয় মিশ্রকে ফোনে পাওয়া যাচ্ছে না | তাঁর পরিবারের সদস্যরাও তাঁর অবস্থান জানাচ্ছেন না | এর আগে কয়লাপাচার কাণ্ডে অনুপ মাজি ওরফে লালার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত |