Breaking News

বিধানসভার গেটে পুলিশ-পার্শ্বশিক্ষকদের হাতাহাতি, অবস্থান বিক্ষোভে রাজ্যের একাধিক পার্শ্বশিক্ষক

নিজস্ব সংবাদদাতা :- ২৬ দফা দাবিতে বিধানসভার সামনে অবস্থান বিক্ষোভ করলেন রাজ্যের পার্শ্বশিক্ষকরা। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫০জন পার্শ্বশিক্ষকদের। আজ, সকাল ১১টা থেকেই বিধানসভার গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা।

আগে থেকেই আজ বিধানসভায় আলোচনা পর্ব থাকায় সকাল থেকে এসে উপস্থিত হন রাজ্যের পার্শ্বশিক্ষকরা। কিন্তু পরে জানা যায় আজ আসছেন না মুখ্যমন্ত্রী। এরপরই তারা গেটের বাইরে অবস্থান বিক্ষোভে বসেন। পুলিশ কয়েকজনকে সরিয়ে নিয়ে গেলেও বাকিরা এখনো অবস্থান বিক্ষোভে আছেন, তাঁদের দাবি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করে তাঁরা এখান থেকে যাবেন না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *