প্রসেনজিৎ ধর :- ফের চোখ রাঙাতে শুরু করল করোনাভাইরাসের সংক্রমণ| গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনার ২৩,০১৯টি নমুনা পরীক্ষা হয়েছে | তার মধ্যে সংক্রমণ পাওয়া গিয়েছে ৬৯০টিতে | কলকাতায় দৈনিক সংক্রমণ ১৯৪, উত্তর ২৪ পরগনায় ১০৩ | রাজ্যে দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশ | রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫.৮১ লক্ষ | এদিন রাজ্যে করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ১২ জনের। তার মধ্যে উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ৩ জন। কলকাতা, হুগলি ও হাওড়ায় ২ জন করে করোনার শিকার হয়েছেন। রাজ্যে করোনায় মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৮,৯৮৯ | রাজ্যে এদিন সুস্থ হয়েছেন ৬৮৩ জন | তার ফলে ৫টি অ্যাক্টিভ কেস কমেছে| রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৪১৬ |
রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ | সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যের ১৪৯টি ল্যাবরেটরিতে নতুন করে ২৩ হাজার ১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে | এ নিয়ে রাজ্যে ১ কোটি ৮৭ লক্ষ ২০২টি নমুনা পরীক্ষা করা হল | নয়া নমুনা পরীক্ষায় আরও ৬৯০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে | নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩ শতাংশে | যেখানে আগের দিন শনাক্তের হার ছিল ২ দশমিক ১৩ শতাংশে | রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৮১ হাজার ২২০ জনে| তবে দৈনিক সংক্রমণ বাড়লেও করোনার ছোবলে দৈনিক মৃত্যু কমেছে | গত ২৪ ঘন্টায় রাজ্যে প্রাণ হারিয়েছেন ১২ জন| এ নিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত করোনার বলি হলেন ১৮ হাজার ৯৮৯ জন |’ পুজোর পর সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা | সেই আশঙ্কা সত্যি করে পুজো মিটতেই ৩ শতাংশ পার করল দৈনিক সংক্রমণের হার | এই হার আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের |