Breaking News

চোর সন্দেহে শিক্ষককে গণধোলাই!আদিবাসী শিক্ষককে নির্যাতন করলেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর,মালদহের মালঞ্চপল্লির ঘটনা

নিজস্ব সংবাদদাতা, মালদহ :- চোর অপবাদ দিয়ে আদিবাসী শিক্ষককে নির্যাতনের অভিযোগ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে | ঘটনা ইংরেজবাজার পুরসভার মালঞ্চপল্লি এলাকার | সুদীপ টুডু নামে ওই শিক্ষক একাধিক আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন | ওদিকে ক্ষমা চেয়ে পার পাওয়ার চেষ্টা করছেন অভিযুক্ত পরিতোষ চৌধুরী | ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লি এলাকায় | অভিযোগ উঠেছে প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে | এমনকী, তাঁর বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগও দায়ের হয়েছে | যদিও তৃণমূলের দাবি অভিযুক্ত দলের কেউ নয় | জানা গেছে, ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পরিতোষবাবুর বাড়ি মালঞ্চপল্লিতে | সোমবার সেখানে এক আত্মীয়ের বাড়িতে যান হবিবপুরের মানিকোড়া স্কুলের শিক্ষক সুদীপবাবু | জেলায় ক্রীড়াবিদ হিসাবে বেশ সুখ্যাতি রয়েছে তাঁর | আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় তাঁকে সাইকেল চোর অপবাদ দিয়ে পেটাতে শুরু করেন পরিতোষবাবু | লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে | তিনি চুরি করেননি বলে বার বার জানালেও থামেননি ওই তৃণমূল নেতা | খবর পেয়ে সুদীপবাবুর আত্মীয়রা এসে তাঁকে উদ্ধার করেন | ভুল বুঝতে পেরে সুদীপবাবুর কাছে ক্ষমা চেয়ে নেন পরিতোষ চৌধুরী | এরপর আহত সুদীপ টুডুকে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজে | পরিতোষবাবুর দাবি, তাঁর বাড়ি থেকে সাইকেল চুরি করে পালাচ্ছিল এক যুবক | বাড়ি থেকে বেরিয়ে তিনি সুদীপবাবুকে দেখতে পান | তাঁকেই চোর ভেবে মারতে শুরু করেন তিনি | ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে সুদীপ টুডুর পরিবার | ওদিকে নিজেদের দলের প্রাক্তন কাউন্সিলরের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে তৃণমূল| এখন দেখার আদিবাসীর ওপর নির্যাতনের অভিযোগে পরিতোষ চৌধুরীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে কি না পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *