Breaking News

কলকাতায় চিতাবাঘের লেজ!ডাস্টবিনে পড়ে থাকা চাদর খুলতেই বেরিয়ে এল চিতাবাঘের লেজ এবং চামড়া

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- কলকাতা থেকে উদ্ধার হল দুটি চিতাবাঘের লেজ এবং চামড়া | মুচিপাড়া থানা এলাকার একটি ডাস্টবিন থেকে উদ্ধার হয় চিতাবাঘের লেজ এবং চামড়া | চাদরে মোড়া অবস্থায় ডাস্টবিনে পড়েছিল ওই চামড়া এবং লেজের অংশ | ২৯/এ ক্রিকলেনের এক ডাস্টবিন থেকে চিতাবাঘের লেজ ও চামড়া উদ্ধার করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল | এরপরই তাঁরা দেখেন, দু’টি চিতাবাঘের ছাল মুণ্ড-শুদ্ধ সেখানে রাখা ছিল | বনাধিকারিকরা মনে করছেন, বেশ পুরনো এই ছালগুলি |দুটি চামড়ার মধ্যে একটি পূর্ণ বয়স্ক এবং একটি মাঝ বয়স্ক লেপার্ড এর চামড়া |
এর থেকেই বন দফতরের আধিকারিকদের অনুমান, যার কাছে এগুলো ছিল তাদের কাছে আরো চামড়া রয়েছে | এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানার চেষ্টা করা হচ্ছে, কে বা কারা ফেলে গেছে তার খোঁজ নিতে | এমনও হতে পারে, ঠিকমতো চামড়া কেটে উঠতে না পারার কারণে তা ফেলে দিতে বাধ্য হয় পাচারকারীরা | আবার এমনও হতে পারে, বিষয়টির আঁচ পেয়েছিল অন্য কেউ | এরপরই বিপদ বুঝে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় | কারা এই ঘটনায় যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ |

মনে করা হচ্ছে, যাদের কাছে এগুলি ছিল তাদের কাছে আরও চিতাবাঘের ছাল রয়েছে | মুচিপাড়া থানা এলাকার একটি ডাস্টবিন থেকে উদ্ধার হয় এই চিতাবাঘের ছাল দু’টি | একটি বিছানার চাদরের মধ্যে সযত্নে মুড়ে ফেলে রাখা ছিল তা | স্বাভাবিক ভাবে যা দেখে কারও সন্দেহ হওয়ারও কথা নয় | মনে হবে কোনও অপ্রয়োজনীয় জঞ্জাল পুরনো চাদরে মুড়ে ঘরের বাইরে দূর করে দিয়েছে কেউ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *