Breaking News

বাংলাদেশের হিংসা নিয়ে চুপ কেন নরেন্দ্র মোদি?‘জাগো বাংলা’য় প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাংলাদেশে ধারাবাহিক সাম্প্রদায়িক হিংসা নিয়ে সরব আন্তর্জাতিক মহল | কিন্তু আশ্চর্যজনকভাবে নিরব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | আর এটা নিয়েই এবার প্রশ্ন তুলল এপার বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস | সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম করে প্রশ্ন তোলা হয়েছে, তিনি নিষ্ক্রিয় কেন?মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলার সম্পাদকীয়তে বাংলাদেশের হৃদয় হতে নামক এক সংক্ষিপ্ত প্রতিবেদনে ওই দেশের সাম্প্রদায়িক হিংসা নিয়ে নিন্দা করা হয়েছে | পাশাপাশি ওই প্রতিবেদনের প্রতিটি ছত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শাসকদল বিজেপির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে | ওই সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘আমরা বিস্মিত, ভারতের যে প্রধানমন্ত্রী ভোট টানার অঙ্কে বাংলাদেশে পুজো দিতে গিয়ে প্রচার সারলেন, তিনি প্রথম থেকে নিষ্ক্রিয় কেন? নাকি বাংলাদেশের হিন্দুনিগ্রহ দেখাতে পারলেন, সেই সুড়সুড়ি দিয়ে এই বাংলায় হিন্দু-আবেগ উসকে ভোট করার চেষ্টা? বাংলাদেশের ঘটনায় যথাযথ তদন্ত চাই’ |বিজেপিকে বিঁধেই আবার লেখা হয়েছে, ‘বিভিন্ন দেশের মৌলবাদী শক্তির ধর্ম আলাদা হতে পারে, কিন্তু ধর্মের নামে ভোটব্যবসার স্বার্থে এরা পরস্পরের পরিপূরক | একে অপরকে দেখিয়ে লোক খেপায় | বলি হন সাধারণ মানুষ |’ এ নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ অত্যন্ত কড়া প্রতিক্রিয়া দিয়েছেন | ‘জাগো বাংলা’র সমালোচনাকে জোরদার সমর্থনের সুরে তিনি বলেন, ”বাংলাদেশের হিংসা নিয়ে বিজেপি কোনও রাজনৈতিক চাল দেওয়ার পরিকল্পনা করছে | নাহলে কেন শুভেন্দু বলবেন, বাংলাদেশের ঘটনার পর আমাদের ভোট বাড়বে? আমরা জিতব সামনের ভোটগুলোয়? তাহলে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সমীকরণ ঠিক কী?”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *