প্রসেনজিৎ ধর, কলকাতা :- গড়িয়াহাটে বেসরকারি ইঞ্জিনিয়ারিং সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সুবীর চাকি হত্যাকাণ্ডে নয়া মোড় | মঙ্গলবার সকাল থেকে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন তদন্তকারীরা। ডগ স্কোয়াড নিয়ে তদন্ত চালাচ্ছে লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা | অন্যদিকে বন্ধ ঘরে কর্পোরেট কর্তা ও তাঁর গাড়ি চালকের খুনের সময় কে বা কারা ছিল, তাক আন্দাজ পেতে সাহায্য নেওয়া হতে পারে থ্রি ডি মডেল প্রযুক্তির | বাড়ির ঠিকানা ৭৮ এ, কাঁকুলিয়া রোড | এখানেই জোড়া দেহ উদ্ধার করেছে পুলিশ | মৃত ২ ব্যক্তির নাম সুবীর চাকী (৬১) ও তাঁর গাড়ির চালক রবিন মণ্ডল (৬৫) | তাঁদের গলায়, হাতে ও পায়ে গভীর ক্ষত ছিল | এদের খুন করা হয়েছে বলে পুলিশ কর্তারা মনে করছেন | রবিবার যে ব্যক্তি ওই গাড়িচালককে ফোন করেছিলেন, কললিস্টের সূত্র ধরেই তাঁর পরিচয় জেনেছে পুলিশ। তিনি গড়িয়াহাট এলাকার বাসিন্দা ইতিমধ্যেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন অফিসাররা | তদন্তে উঠে এসেছে, বাড়ি বিক্রির জন্য ক্রেতা খোঁজার দায়িত্ব ছিল রবীনের উপর |তিনিই নানা লোকজনদের সঙ্গে কথা বলতেন| তাহলে কী তাদের মধ্যেই কেউ পরিকল্পনা করে খুন করেছেন? উঠছে প্রশ্ন | এই বাড়ি থেকে খুব কাছে বালিগঞ্জ রেল স্টেশন। সেখানে আজ দেখা গেল, পুলিশ কুকুর নিয়ে তদন্ত করতে | দুষ্কৃতীরা কী খুন করে ঠাণ্ডা মাথায় বেরিয়ে ট্রেনে করে চম্পট দিয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই নেমেছেন তদন্তকারীরা |পাশাপাশি তদন্তকারীরা জানিয়েছে, সোমবার সন্ধে ৬টা ১৭ মিনিট পর্যন্ত হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ ছিল নিহত সুবীর চাকীর মোবাইল নম্বর | তার কিছুক্ষণের মধ্যেই মোবাইল ফোনটি সুইচড অফ হয়ে যায় | ওই সময়ের আশেপাশেই দু’জনকে খুন করা হয়েছে বলেও মনে করা হচ্ছে | পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় ঘরে কজন ছিল তার আন্দাজ পেতে সাহায্য নেওয়া হবে থ্রি ডি মডেল প্রযুক্তির | একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজও শুরু করেছেন তদন্তকারীরা | নিহতদের মোবাইল ফোনের কল ডিটেলস-ও খতিয়ে দেখা হচ্ছে |