Breaking News

পাওয়ার গ্রীডকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত ভাঙড়, রাস্তা জুড়ে চলছে অবস্থান বিক্ষোভ

বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা:- বুধবার সকালে পাওয়ার গ্রীডকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত ভাঙড়ের এলাকা। এদিন এলাকার সাধারণ মানুষ পাওয়ার গ্রীডের সামনে অবস্থান বিক্ষোভ করে। এলাকায় পুলিশ প্রশাসন ও পাওয়ার গ্রীডের আধিকারীকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেস্টা করলেও তা কার্যত ব্যর্থ হয়। নিজেদের কিছু দাবি পূরণ না হওয়ার এই কর্মসূচী বলে জানান জমি জীবিকা ও বাস্তু রক্ষ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা হাসান|

প্রসঙ্গত, পাওয়ার গ্রীড নিয়ে একসময় রণক্ষেত্রে পরিণত হয়েছিলো ভাঙড়, ঘটনার পরিপেক্ষিতে রনক্ষেত্রের চেহারা নিয়েছিল এই অঞ্চল। কিন্তু এসব পুরনো ঘটনাকে পেছনে ফেলে আবারো গতকাল প্রজাতন্ত্র দিবসের সকালে পাওয়ার গ্রীডের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন জমি জীবিকা বাস্ততন্ত্র রক্ষা কমিটি। তাঁদের দাবি সরকার অধিক সংখ্যক দাবি পুরন করলেও, এখনও বেশ কিছু দাবি বাকি রয়েছে। বারবার প্রশাসনের সাথে বৈঠকে বসলেও শুধু প্রতিশ্রুতি মিলেছে, দাবি পুরন হয়নি। তাই সরকার যাতে বাকী দাবি গুলি দ্রুত পুরন করার আশ্বাস দেন তাহলে আমরা আমাদের অবস্থান থেকে সড়ব। তা না হলে আমরা পাওয়ার গ্রীডের সামনে দিনভর অবস্থান বিক্ষোভ করব।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *