নিজস্ব সংবাদদাতা :- প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিলকে নিয়ে রাজধানী দিল্লিতে হিংসার ঘটনায় আজ মুখ খুললেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি জানান, “দিল্লি ঘটনা বেদনাজনক, আমরা উদ্বিগ্ন। কেন্দ্রীয় সরকার অনমনীয় মনোভাবের জন্যই এই অবস্থা। কৃষকদের সঙ্গে আলোচনা না করেই আইন এনেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে নয়া কৃষি আইন বাতিল করা।” প্রসঙ্গত, গত বছর থেকে চলে আসা এই কৃষক আন্দলোন প্রতিদিনই একধাপ ঊর্ধ্বমুখী হচ্ছিল, সরকারের সাথে একাধিকবার মধ্যস্থতা করতে চেয়েও কোন ফল মেলেনি।
ফলত দুই মাসে ক্রমশ ঊর্ধ্বমুখী হয় আক্রোশের পারদ অবশেষে গতকাল পুলিশের সাথে একরফা খন্ডযুদ্ধ হয় কৃষকদের। পরিস্থিতি এতোটাই ভয়াবহ হয়ে ওঠে যে আন্দোলনকারীদের সরাতে আরও ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে কেন্দ্র। পরিস্থিতি সামাল দিতে নামছে প্যারামিলিটারি বাহিনী, এদের মধ্যে থাকছে ১০ কোম্পানি সিআরপিএফ এবং ৫ কোম্পানি অন্যান্য বাহিনী। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে সুব্রত মুখোপাধ্যায় আরও বলেন, “এতদিন ধরে কৃষকরা দিল্লির রাস্তায় আন্দোলন করছেন। কোথাও কোনও অশান্তি বা হিংসার ঘটনা ঘটেনি। কিন্তু যা গতকাল ঘটল তা মেনে নেওয়া যায় না।”