দেবরীনা মণ্ডল সাহা :- ফের হাসপাতালে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় | গ্রিন করিডর করে বুধবার তাঁকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় | তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে | কিছুদিন আগে তাঁর বুকে একটি স্টেন্ট বসানো হয় | বাকি রয়েছে আরও দুটি স্টেন্ট বসানোর প্রক্রিয়া | সেকারণে তিনি এবার হাসপাতালে ভর্তি হলেন বলে সূত্রের খবর | সপ্তাহ তিনেক আগেই সুস্থ হয়ে উডল্যান্ডস হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন সৌরভ |
এরই মধ্যে বুধবার সকালে বাড়িতে ফের বুকে ব্যথা অনুভব করেন তিনি | পরিবারের দাবি, যোগাযোগ করা হয় চিকিৎসকের সঙ্গে | তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন তিনি | সেই মতো এদিন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে | এর আগে গত ২ রা জানুয়ারি সৌরভ গঙ্গোপাধ্যায় উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছিলেন | তখন তড়িঘড়ি একটি ধমনীতে এনজিওপ্লাস্টি করা হয় তাঁর | পাঁচদিন হাসপাতালে থাকার পর ৭ জানুয়ারি ডিসচার্জ করে দেওয়া হয় তাঁকে | হাসপাতালে সৌরভকে সেই সময় দেখতে এসেছিলেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট দেবী শেঠি | প্রসঙ্গত,কয়েকদিন আগেই এই অ্যাপোলোতে স্টেন্ট বসানো হয় সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েরও |