দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- খানিকটা পরিষেবা শুরু হলেও সার্বিক পরিস্থিতির উন্নতি হয়নি | ফলে অচলাবস্থা জারি আছে আর.জি.কর মেডিক্যাল কলেজ হাসপাতালে | আর.জি.কর হাসপাতালের অচলাবস্থা আর তাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা|আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের অচলাবস্থা এখনও কাটেনি | তাই রোগী ও তাঁদের পরিজনদের হয়রানিও বন্ধ হয়নি | তাই এবার এই অচলাবস্থা কাটাতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন নন্দলাল তিওয়ারি নামে এক ব্যক্তি | রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক করতে আদালতের হস্তক্ষেপ চেয়ে এই মামলা দায়ের করেছেন নন্দলাল | আগামী সোমবার প্রধান বিচারপতি বা অন্য কোনও বিচারপতি এই মামলা শুনতে পারেন | ওই মামলায় আর.জি.কর মেডিকেল কলেজ ও হাসপাতালের অচলাবস্থা কাটাতে যেমন আদালতের হস্তক্ষেপ দাবি করা হয়েছে তেমনি পড়ুয়াদের বক্তব্য শুনে সমস্যার সমাধান করতে চেয়েও আলোকপাত করা হয়েছে | মামলাকারীর আর্জি, ভবিষ্যতে যাতে এরকম পরিস্থিতি আর না তৈরি হয় তার আদালত এখনই একটা স্থায়ী সমাধান সূত্র বার করে দিক | কলকাতা হাইকোর্টে এখন পুজোর ছুটি চলছে | অবসরকালীন বেঞ্চ শুরু হবে আগামী ২৫ অক্টোবর থেকে |কিন্তু তার মধ্যেও শনিবার সকালে হাইকোর্টে শুধুমাত্র এই মামলাটি দায়ের করার জন্য আলাদা করে বিশেষ অনুমতি নিয়ে আদালত খোলানো হয় | কলকাতা হাইকোর্টও যে আলাদা করে এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে, এদিনের মামলা গ্রহণের প্রক্রিয়া থেকেই তা স্পষ্ট | আগামী সোমবার এই মামলাটি প্রধান বিচারপতি শুনতে পারেন |