রজত সেন :- সরকারি কর্মচারী ও পুলিশ প্রশাসন কর্মীদের রাজনৈতিক নিরপেক্ষ থাকার পরামর্শ দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। উল্লেখ্য কয়েক মাস আগেই কাশ্মীরে পাকিস্তানের হামলায় নদীয়ার তেহটটো রঘুনাথপুরের জওয়ান সুবোধ ঘোষ শহীদ হন। বুধবার নদিয়ার তেহট্টে শহীদ পরিবারের সাথে দেখা করতে আসেন তিনি। সেখানেই সাংবাদিকদের রাজ্যপাল বলেন সরকারি কর্মচারীরা রাজনৈতিক পক্ষপাতিত্ব করছেন যা উচিত নয়।
এদিন তিনি সমস্ত সরকারি কর্মীদের সতর্ক করে বলেন যে, আপনারা সরকারি কর্মীরা সরকারি চেয়ারে বসে রাজনৈতিক ভাবে যদি নিরপেক্ষ না থাকেন তবে আপনাদের বিরুদ্ধে অবশ্যই আইনত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন রাজ্যপালের পদে থেকে কোন রাজনৈতিক দল কি করলো, তাদের মতাদর্শ কি সেই সম্পর্কে আমার বলার কিছু নেই, কিন্তু আমি এটা নিশ্চিতরূপে বলতে চাই মানুষ যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই বিষয় অবশ্যই দেখবো। ভারতীয় নির্বাচন কমিশনের ওপর আমার সম্পুর্ন আস্থা আছে, আমি নিশ্চিত মানুষ যাতে নিরপেক্ষ ভোট দিতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন।