নিজস্ব সংবাদদাতা :- আসন্ন ভোটের আগেই এক এক করে পড়ছে তাসের পাতা। কখনো নিজেই দলত্যাগ তো কখনো কাজের দায়বদ্ধতা না থাকার কারণে রাজ্যের শাসকশিবির থেকে অনেককেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আরো বেশকিছু দলবিরুদ্ধ কাজের জন্য বেশ কিছু দিন আগেই রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পার্থসারথি চ্যাটার্জিকে তৃণমূল কংগ্রেসের সহ সভাপতির পদ থেকে অপসারণ করা হয়। এমনকি এতোকিছুর মাঝেই আজ, বুধবার রানাঘাট পুরসভার প্রশাসক এর পদ থেকে ইস্তফা দিলেন রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পার্থসারথি চ্যাটার্জি। এদিন রানাঘাট পুরসভায় গিয়ে পুরসভার এক্সকিউটিভ অফিসার বিপুল চক্রবর্তীর হাতে তার পদত্যাগ পত্র দিয়ে তিনি জানান, “যে ভাবে কোনো শোকজ নোটিস না দিয়েই আমার বিরুদ্ধে দল যা করেছে তাতে আমি অপমানিত বোধ করছি। তাই আজ পুরো প্রশাসকের পদ থেকেও ইস্তফা দিলাম”।