নিজস্ব সংবাদদাতা :- এবার রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট | ২০১৯ সালে হওয়া পরীক্ষার ভিত্তিতে প্রায় আট হাজার প্রার্থীর নিয়োগে বুধবার স্থগিতাদেশ জারি করা হয়েছে | এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছিলেন ৩৭৪ জন প্রার্থী | এরা প্রত্যেকেই ইন্টারভিউতে উত্তীর্ণ হন, কিন্তু প্রকাশিত প্যানেলে কারোর নাম ছিল না বলেই দাবি জানিয়ে স্যাটে মামলা করা হয় | সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন অভিযোগকারীরা |
কিন্তু গত ১৮ জানুয়ারি স্যাট জানিয়ে দেয়, এই মুহূর্তে মাত্র একজন আইনজীবী থাকায় এখন মামলা শোনা সম্ভব নয় |অন্যদিকে, আগামিকাল থেকে সফল পরীক্ষার্থীদের নিয়োগপত্র দেওয়ার কথা ছিল রাজ্যের | একবার নিয়োগ শুরু হয়ে গেলে আবেদনকারীরা আরও কোণঠাসা হতে পারেন|এই আশঙ্কার কথা জানিয়ে আবেদন মঞ্জুর করে আজই মামলাটি শোনেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়|তিনি জানিয়ে দেন, স্যাটের নির্দেশ ছাড়া আপাতত কোনও নিয়োগ হবে না| হাইকোর্টের এই নির্দেশের ফলে আপাতত প্রায় আট হাজার সফল প্রার্থীর ভবিষ্যৎ বিশ বাঁও জলে |